জেফ্রি এপস্টিনের মামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনের ওপর চলমান চাপ নিয়ে আলোচনা করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বলেন, ট্রাম্প প্রশাসনের জেফ্রি এপস্টিনের তদন্ত এবং মামলা সম্পর্কিত সব নথি প্রকাশ করার সময় এসেছে।
এপস্টিনের মামলার সাথে জড়িত সবাইকেই আইনের আওতায় এনে তদন্ত করা উচিৎ বলে মনে করেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট ট্রাম্প তার এক বক্তব্যে এই বিষয়টিকে প্রতারণা বলে উল্লেখ করেন। এই বিষয়ে পেন্সের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে বলেন, বুশ প্রশাসনের সময় মামলাটি শুরু হয়েছিল এবং ওবামার সময়ও তা চলমান ছিলো, এটি কোনও প্রতারণা নয়।
এছাড়া ফেডারেল রিযার্ভের স্বাধীনতা, মুদ্রাস্ফীতি এবং অর্থনীতিতে শুল্কের প্রভাব সম্পর্কেও কথা বলেন পেন্স। সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের আশপাশের কিছু মানুষ সুরক্ষাবাদী নীতিতে বিশ্বাসী হওয়ায় এমন শুল্কের দিকে যাচ্ছে প্রশাসন।
টিকটক প্রসঙ্গে পেন্স বলেন, দেশের মানুষের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি তৈরি করছে এই অ্যাপ। টিকটকের ক্ষতিকর দিক বিবেচনায় চায়নাকে টিকটক বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানান, মাইক পেন্স।
এসময় রাশিয়া ইউক্রেইন নিয়েও আলোচনা করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। সম্প্রতি রাশিয়াকে ৫০ দিনের সময় বেধে দিয়ে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পেন্সের ধারণা, পুতিন যে শান্তি চাচ্ছেন না, প্রেসিডেন্ট ট্রাম্প এটি উপলব্ধি করতে শুরু করেছেন।