মিনেসোটায় নারী আইনপ্রণেতা, স্বামীকে গুলি করে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ১৬:৩৯ হালনাগাদ: নভেম্বর ৬ ২০২৫, ১৩:৩৪

রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও সিনেটর জন হফম্যান। ছবি: সিএনএন

রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও সিনেটর জন হফম্যান। ছবি: সিএনএন

  • 0

এক সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডকে ‘দৃশ্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুপ্তহত্যা’ আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

মিনেসোটায় শনিবার শুরুর ঘণ্টাগুলোতে স্টেইট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ককে গুলি করা হত্যা করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডকে ‘দৃশ্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গুপ্তহত্যা’ আখ্যা দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ।

তিনি সাংবাদিকদের জানান, মিনেসোটার সিনেটর জন হফম্যান এবং তার স্ত্রীকেও লক্ষ্যবস্তু বানিয়ে কয়েকবার গুলি করেন একই ব্যক্তি, তবে অস্ত্রোপচারের পর দুজনই জীবিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

গভর্নর জানান, হফম্যান দম্পতি অস্ত্রোপচার করে স্বাস্থ্যসেবা নিচ্ছেন। গুপ্তহত্যাচেষ্টার শিকার এ দুজন বাঁচবেন বলে আশা করছেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, হতাহত দুই আইনপ্রণেতাই ডেমোক্র্যাটিক পার্টি সংশ্লিষ্ট মিনেসোটা ডেমোক্র্যাটিক-ফার্মার-লেবার পার্টি-ডিএফএল সদস্য।

সংবাদমাধ্যমটি আরও জানায়, হামলাকারী পলাতক। তার খোঁজে বড় পরিসরে তল্লাশি চলছে।

ব্রুকলিন পার্ক পুলিশের প্রধান মার্ক ব্রুলি বলেন, ‘এটি অনেক বড় পরিসরের তল্লাশি। আমরা কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি, তবে আমরা কাউকেই এখনও হেফাজতে নিইনি।’

মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনসন সুপারিনটেনডেন্ট ড্রু ইভান্স জানান, হফম্যান ও তার স্ত্রীকে কেউ একজন গুলি করেছেন, এমন খবরের ভিত্তিতে রাত দুইটার দিকে প্রথম আইনশৃঙ্খলা বাহিনী ডাকা হয়। খবর পেয়ে বাড়িতে গিয়ে জীবন রক্ষাকারী কিছু ব্যবস্থা নেয় পুলিশ। পরে দম্পতিকে পাঠানো হয় হাসপাতালে।