অভিবাসীদের জন্য নিউ ইয়র্কে নতুন আশ্রয়কেন্দ্র

টিবিএন ডেস্ক

জুলাই ২৬ ২০২৩, ২৩:০৩

নিউ ইয়র্কের কুইন্স বরোতে অবস্থিত ক্রেডমুর সাইকিয়াট্রিক হাসপাতাল। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের কুইন্স বরোতে অবস্থিত ক্রেডমুর সাইকিয়াট্রিক হাসপাতাল। ছবি: সংগৃহীত

  • 0

অভিবাসীদের জন্য নতুন আশ্রয়কেন্দ্র তৈরি করছে নিউ ইয়র্ক। এক হাজার অভিবাসীর থাকার উপযোগী কেন্দ্রটি স্থাপন করা হচ্ছে শহরের একটি মানসিক হাসপাতালের পার্কিং লটে।

বুধবার নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ ইয়র্কের কুইন্স বরোতে ক্রেডমুর সাইকিয়াট্রিক হাসপাতালের পার্কিং লটের জায়গায় এ আশ্রয় কেন্দ্র খোলা হবে। যেখানে আশ্রয়প্রার্থী প্রাপ্তবয়স্ক পুরুষরা থাকতে পারবেন। তাদের জন্য সেখানে খাবার ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন পরিষেবাও থাকছে।

সিটি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার জ্যাক ইসকল বলেন, ‘কেন্দ্রটি শুধুমাত্র থাকার জায়গাই নয়, অভিবাসীদের যাত্রায় সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাও প্রদান করবে।’

হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এর ডেপুটি মেয়র অ্যান উইলিয়ামস-ইসম জানিয়েছেন, নিউইয়র্ক স্টেইট ক্রেডমুরের ৩০০ একর জায়গা ব্যবহার করবে। এখানে অভিবাসী কেন্দ্র স্থাপন ও এটিতে কর্মী নিয়োগের জন্য শহরটিকে তহবিল জোগার করে দেবে।

নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী, বর্তমানে নিউ ইয়র্কে ৫৬ হাজারের বেশি অভিবাসী রয়েছেন ও প্রতিদিন এখানে আরও বেশি মানুষ আসছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন