গোপালগঞ্জের পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭ ২০২৫, ৯:০৪

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

  • 0

এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বলে মনে করেন নাহিদ ইসলাম।

গোপালগঞ্জের বুধবারের পরিস্থিতির জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা চারজনের মৃত্যুর কথা শুনেছি। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডজ্ঞানকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতো তাহলে এ পরিস্থিতি তৈরি হতো না।’

এ দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ আমরা পুরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। শুধু গোপালগঞ্জ নয় সারাদেশে এ গ্রেফতার অভিযান চালাতে হবে।

এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে বিএনপি।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের লক্ষ্য করে হামলারে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ তুলেছে অন্যতম রাজনৈতিক দল বিএনপি।

বুধবার রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এক সভায় এ বিষয়ে আলোচনা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় “আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় চার জন নিহত হওয়ায় গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। এই ঘটনাকে “গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা বলে মনে করে দলটি।

বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিএনপি।