নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় বুধবার গুলি করে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, নরম্যান টাওয়ার্স কমপ্লেক্সের তৃতীয় তলার অ্যাপার্টমেন্টে একদল বন্ধুর সঙ্গে ছিল ১৪ বছর বয়সী জামাউরি মেজার।
সূত্রগুলো জানায়, জ্যামাইকার ৯০তম এভিনিউ ও ১৬১তম স্ট্রিটের কাছের বাসাটিতে বুধবার বিকেল পাঁচটার দিকে গুলির আওয়াজ পাওয়া যায়। কিশোরটি মাথায় গুলিবিদ্ধ হয়।
কিশোরের পরিবার জানায়, গুলির পর কিশোরদের দলটি বাসা থেকে দ্রুত চলে যায়। একজন বন্ধু বাসায় ছিল। পুলিশ এলে দরজা খুলে দেয় সে।
ভুক্তভোগীর মা জানান, কিশোরের নিরাপত্তারক্ষী সৎ বাবা দায়িত্ব শেষে বাসায় ফিরে ছেলেকে মৃত অবস্থায় পান।
কিশোরের মা ৩৬ বছর বয়সী টিশিয়া জুইন জানান, তিনি রেজিস্টার্ড নার্স এবং তার স্বামী নিরাপত্তা রক্ষার কাজ করেন।
তিনি বলেন, ‘আমরা নির্ঝঞ্ঝাট মানুষ। আমাদের কাছে বন্দুক নেই। আমি প্রতিদিনই মানুষকে রক্ষা করি, তবে আমি নিজের ছেলেকে বাঁচাতে পারিনি।
‘ঈশ্বর আমার সঙ্গে কেন এমনটা করল, জানি না। সে দারুণ বালক ছিল।’
খবর পেয়ে বাসাটিতে এসে কিশোরকে মৃত বলে জানায় ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস।
পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য, বাসায় একদল বন্ধুর একজনের কাছে বন্দুক ছিল। গুলির সময় ভুক্তভোগীদের হাতে বন্দুক ছিল নাকি অন্য কেউ গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।