নিজ বাড়িতে প্রেমিকের সঙ্গে স্ত্রী, অতঃপর…

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ৮:২০ হালনাগাদ: আগস্ট ২৭ ২০২৫, ৮:০৫

স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী। ছবি: এনডিটিভি

স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী। ছবি: এনডিটিভি

  • 0

খাবার নিয়ে বাড়ি ফেরার পর স্ত্রী এবং প্রেমিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান বলে দাবি করেছেন আসিফ।

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে শনিবার স্বামীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক নারী।

ভুক্তভোগী স্বামী আসিফের দাবি তার স্ত্রী সায়রাকে তার প্রেমিকের সাথে নিজ বাড়িতে দেখে ফেলায় তার ওপর হামলা চালানো হয়েছে।

আসিফ জানিয়েছেন, খাবার নিয়ে বাড়ি ফেরার পর তিনি তার স্ত্রী এবং প্রেমিককে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান।

আসিফ এনডিটিভিকে বলেন, ‘চার বছর আগে আমাদের বিয়ে হয়। আমি দেড় বছর ধরে সৌদি আরবে ছিলাম। গত মাসের ১০ তারিখে ভারতে ফিরে আসি। ঘটনার দিন বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে অন্য একজনের সাথে দেখতে পাই। আমি রেগে যাই। এসময় লোকটি পালিয়ে যায়। তবে আমার স্ত্রী ছুরি তুলে আমাকে তিনবার ছুরিকাঘাত করে। সে আমার বুকে, বাহুতে এবং পিঠে আঘাত করে।’

আসিফ জানান, তিনি ব্যথায় চিৎকার করলে তাদের প্রতিবেশীরা ছুটে এসে তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী গায়ে ছুরিকাঘাতের চিহ্ন এবং সেলাই দেখা গেছে।

তবে পুলিশ তার স্ত্রী সায়রার পক্ষ নিচ্ছে বলে দাবি করেন আসিফ। তিনি বলেন, নারী-পুরুষের জন্য সমান আইন থাকা উচিত। পুলিশ সায়রার পক্ষ নিচ্ছে। তারা কেবল নারীদের পক্ষ নেবে।

তবে পুলিশ জানিয়েছে যে সায়রা তার স্বামীর মদ্যপানের অভ্যাস নিয়ে বিরক্ত ছিল। মদ্যপান নিয়ে ঝগড়া করার সময় আসিফকে আক্রমণ করেন সায়রা।

সার্কেল অফিসার রাজু কুমার সাও জানান, মদ্যপ অবস্থায় ওই ব্যক্তির সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। হতাশ হয়ে স্ত্রী তার ওপর ছুরি দিয়ে আক্রমণ করেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্ত্রী পলাতক রয়েছে।

রাজ কুমার আরও বলেন, ‘আসিফ দাবি করেছেন যে তিনি তার স্ত্রীকে তার প্রেমিকের সাথে তাদের বাড়িতে পেয়েছেন। কিন্তু এখনও এ বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কর্মকর্তারা জানান তারা ঐ নারীর সন্ধান করছেন। এবং হামলার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।