অ্যামেরিকার মেইলম্যানদের কুকুর আতঙ্ক

টিবিএন ডেস্ক

জুন ৫ ২০২৩, ১১:৩৩

ফাইল ছবি।

ফাইল ছবি।

  • 0

অ্যামেরিকায় হাজার হাজার মেইলম্যানের চাকরির জন্য প্রধান হুমকি হয়ে উঠেছে মানুষের অতি বিশ্বস্ত বন্ধু কুকুর। এই প্রাণীটি মেইলম্যানদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। 

অ্যামেরিকা পোস্টাল সার্ভিসের হিসেবে গত বছর ৫৩০০-এর বেশি কর্মী চিঠি দেয়ার সময় কুকুরের আক্রমণের শিকার হয়েছেন। আগের বছর সংখ্যাটি ছিল ৫৪০০। 

কর্মকর্তারা বলছেন, দেখতে শান্তশিষ্ট পোষা কুকুরও মাঝেমধ্যে মেইলম্যানকে দেখলে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই প্রাণীকে এড়িয়ে আঙিনায় চিঠি রেখে আসা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠছে। 

ইউএসপিএস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের সিনিয়র ডিরেক্টর লিন্ডা ডিকারলো এক বিবৃতিতে বলেন, “আমাদের মেইল ক্যারিয়াররা এমন কুকুরের কামড় খাচ্ছেন যেগুলো দৃশ্যত ‘ভালো’ কুকুর হয় এরা অতীতে কাউকে ভয় দেখায়নি।” 

মেইলম্যানদের উপর কুকুরের আক্রমণ কমানো এবং জনসচেতনতা বাড়াতে দ্য পোস্টাল সার্ভিসের বাৎসরিক ন্যাশনাল ডগ বাইট অ্যাওয়ারনেস উইকের অংশ হিসেবে এই তথ্য প্রকাশ করেছে।


0 মন্তব্য

মন্তব্য করুন