ইয়েমেনের বন্দরে ইসরায়েলি হামলা, হুতি প্রধানকে হত্যার হুমকি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ১৬ ২০২৫, ১৯:৩১ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২০:৪৪

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ বন্দরে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট ধোঁয়া। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ বন্দরে শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় সৃষ্ট ধোঁয়া। ছবি: দ্য টাইমস অব ইসরায়েল

  • 0

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে হুতিদের প্রধান আবদুল মালিক আল-হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোতে হামলার কথা জানিয়ে ইসরায়েল শুক্রবার বলেছে, আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাগুলো।

এ হামলার খবরের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে হুতিদের প্রধান আবদুল মালিক আল-হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন।

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানায়, লোহিত সাগর উপকূলবর্তী ইয়েমেনের হোদেইদাহ ও সালিফ বন্দরে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক হামলার জবাবে হুতি নিয়ন্ত্রিত লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলি হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আল মাসিরাহ, তবে হোদেইদাহর দুই বাসিন্দা জানান, তারা বিকট বিস্ফোরণের চারটি আওয়াজ পেয়েছেন।

সর্বশেষ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির কথা জানিয়ে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে হুতিরা। যদিও এক চুক্তির মাধ্যমে অ্যামেরিকান জাহাজে হামলা বন্ধে সম্মত হয়েছে গোষ্ঠীটি।

হুতিদের হামলার জবাবে অনেকবার পাল্টা হামলা চালানো ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা।