নিউ জার্সির মিডলসেক্স কাউন্টিতে চলতি গ্রীষ্মে গাড়িচাপায় রাজহংসীর একটি ঝাঁক হত্যার ঘটনায় নিষ্ঠুরতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চালককে।
আইউইটনেস নিউজ জানায়, স্পটসউডের ডেভো অ্যাভিনিউ সংলগ্ন লেকের কাছে গত ১৪ জুলাই বেলা পৌনে সাতটার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, সড়কপথ দিয়ে যাওয়া কয়েকটি রাজহংসীকে চাপা দিয়েছে একটি গাড়ি।
সাড়াদানকারী কর্মকর্তারা সড়কে সাতটি রাজহংসীকে মৃত অবস্থায় পান। কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি স্থান ছাড়ে।
সে সময় কর্মকর্তারা জানান, গাড়িচাপা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তা পরিষ্কার নয়।
ঘটনার বিষয়ে সিদ্ধান্তে আসতে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা থেকে ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয় পুলিশ।
এক মাসের বেশি সময় ধরে তদন্তের পর স্পটসউড পুলিশ ডিপার্টমেন্ট শুক্রবার জানায়, সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার সাতটি অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিউ জার্সি ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রেগুলেশন্স লঙ্ঘনের অভিযোগ আনার পাশাপাশি গাড়িচালককে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাতে তলবও করা হয়েছে।
স্পটসউড পুলিশের প্রধান ফিলিপ করবিসিয়েরো এক বিবৃতিতে জানান, নিউ জার্সি ডিভিশন অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ এবং মনরো টাউনশিপ পুলিশ ডিপার্টমেন্টের আইনশৃঙ্খলা সহযোগীদের অমূল্য সহায়তার স্বীকৃতি দিতে চায় স্পটসউড পুলিশ। তদন্তে তাদের সমর্থন ও সহযোগিতা ছিল অত্যাবশ্যকীয়।
কর্তৃপক্ষ জানায়, মাইগ্রেটরি বার্ড ট্রিটি অ্যাক্টের অধীনে রাজহংসীরা সুরক্ষিত। এ প্রাণীর ওপর যেকোনো ধরনের ইচ্ছাকৃত ক্ষতি স্টেইট ও ফেডারেল উভয় আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনায় নেওয়া হতে পারে।