আলোচিত অভিবাসী গার্সিয়াকে উগান্ডায় পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৩ ২০২৫, ১৭:১০ হালনাগাদ: অক্টোবর ২৬ ২০২৫, ১৮:২৮

কারামুক্তির পর শুক্রবার পুটন্যাম কাউন্টি জেল ছাড়েন কিলমার অ্যাব্রেগো গার্সিয়া (মাঝে)। ছবি: এপি

কারামুক্তির পর শুক্রবার পুটন্যাম কাউন্টি জেল ছাড়েন কিলমার অ্যাব্রেগো গার্সিয়া (মাঝে)। ছবি: এপি

  • 0

আদালতে শনিবার করা আবেদনের তথ্যের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস-এপি এ তথ্য জানিয়েছে।

জেলে থাকার পরিবর্তে কোস্টারিকায় যাওয়া এবং মানব পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষ স্বীকারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এল স্যালভাদর থেকে অ্যামেরিকায় আসা আলোচিত অভিবাসী কিলমার অ্যাব্রেগো গার্সিয়া। এমন বাস্তবতায় তাকে উগান্ডায় বিতাড়নের ইচ্ছার কথা জানিয়েছেন অভিবাসন কর্মকর্তারা।

আদালতে শনিবার করা আবেদনের তথ্যের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস-এপি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, টেনেসির কারাগার থেকে শুক্রবার গার্সিয়ার মুক্তির সম্ভাবনার মধ্যে বৃহস্পতিবার রাতে তাকে কারামুক্তির বিনিময়ে কোস্টারিকায় পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। গার্সিয়া কারাগারে তার সময়কাল দীর্ঘ করতে চাননি এবং শুক্রবার মুক্ত হয়ে ম্যারিল্যান্ডে পরিবারের কাছে গিয়ে বিচারের মুখোমুখি হতে চেয়েছেন।

কারামুক্তির দিনই ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি গার্সিয়ার আইনজীবীদের জানায়, তাদের মক্কেলকে উগান্ডায় বিতাড়ন করা হবে। এ বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষের কাছে সোমবার রিপোর্ট করতে হবে।

আইনজীবীদের কাছ থেকে জানা যায়, জেলে থাকার প্রস্তাব নাকচ করেছেন গার্সিয়া। ফেডারেল সরকারের দেওয়া প্রস্তাবের বিষয়ে গার্সিয়ার সঙ্গে যোগাযোগ করবেন তার আইনজীবীরা।

চলতি বছরের মার্চে ভুলক্রমে বিতাড়নের শিকার হওয়ার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিবাসী বিতাড়ন তৎপরতার কেন্দ্রীয় চরিত্রে পরিণত হন গার্সিয়া। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন জুনে তাকে অ্যামেরিকায় ফিরিয়ে আনে।

অ্যামেরিকায় এনেই মানব পাচারের অভিযোগে গার্সিয়াকে আটক রাখে প্রশাসন।

এ অভিযোগ অস্বীকার করে গার্সিয়া মামলাটি খারিজ করে দিতে বিচারকের প্রতি আরজি জানিয়েছেন।

তার ভাষ্য, এল স্যালভাদরে তার বিতাড়ন চ্যালেঞ্জ করায় ট্রাম্প প্রশাসন একটি মামলার মাধ্যমে তাকে সাজা দিতে চেয়েছে।