নিউ ইয়র্ক, নিউ জার্সিতে বজ্রঝড় ও বৃষ্টি: দুজনের মৃত্যু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫ ২০২৫, ১৯:৪৭

নিউ জার্সির রোওয়ে এলাকায় সোমবার ভারি বর্ষণে জলাবদ্ধ এলাকায় গাড়ি। ছবি: ডব্লিউএবিসি-টিভি

নিউ জার্সির রোওয়ে এলাকায় সোমবার ভারি বর্ষণে জলাবদ্ধ এলাকায় গাড়ি। ছবি: ডব্লিউএবিসি-টিভি

  • 0

নিউ জার্সির প্লেইনফিল্ডের উপকণ্ঠে সোমবার রাত আটটার দিকে প্রবল ঝড় ও বৃষ্টি হয়। ওই সময় বন্যার পানিতে ভেসে সিডার ব্রুক এলাকার একটি জলপথে গিয়ে পড়ে একটি গাড়ি। এতে গাড়িতে থাকা দুজনকেই মৃত ঘোষণা করা হয় বলে জানান গভর্নর ফিল মারফি।

নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিজুড়ে সোমবার রাতে বজ্রঝড় ও মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দুজনের মৃত্যু হয়েছে।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, বন্যার পানিতে কিছু কিছু এলাকা পুরোপুরি তলিয়ে যায়। এতে জলাবদ্ধতা দেখা দেয় নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে। এ ছাড়া নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিদ্যুৎহীন হয়ে পড়েন হাজারো মানুষ।

নিউ জার্সির প্লেইনফিল্ডের উপকণ্ঠে সোমবার রাত আটটার দিকে প্রবল ঝড় ও বৃষ্টি হয়। ওই সময় বন্যার পানিতে ভেসে সিডার ব্রুক এলাকার একটি জলপথে গিয়ে পড়ে একটি গাড়ি। এতে গাড়িতে থাকা দুজনকেই মৃত ঘোষণা করা হয় বলে জানান গভর্নর ফিল মারফি।

প্রাণঘাতী এ আবহাওয়ার মধ্যে তিনি জরুরি অবস্থা জারি করেন।

প্লেইনফিল্ডের মেয়র আদ্রিয়ান ম্যাপ এক বিবৃতিতে জানান, সর্বশেষ প্রাণহানির ঘটনায় শোকাহত পুরো প্লেইনফিল্ড।

এদিকে নর্থ প্লেইনফিল্ড এলাকায় বন্যার পানি বৃদ্ধির মধ্যে একটি ঘরে আগুন ধরার পাশাপাশি বিস্ফোরণ হয়। অবশ্য এর আগেই বেরিয়ে আসেন পরিবারটি সদস্যরা।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।