অ্যামেরিকান ড্রিম চুরি করেছেন ভ্যান্সের ভারতীয় স্ত্রী?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮ ২০২৫, ১১:৫৮ হালনাগাদ: ডিসেম্বর ৮ ২০২৫, ১৪:৩৩

স্ত্রী ঊষা ভ্যান্সের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

স্ত্রী ঊষা ভ্যান্সের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

  • 0

ভ্যান্স তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘ব্যাপকভাবে অভিবাসন অ্যামেরিকান ড্রিম করে নিয়েছে। অ্যামেরিকার নাগরিকদের কাজের সুযোগ অভিবাসীরা নিয়ে গেছে।’

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মতো একই অভিবাসন নীতিতে বিশ্বাসী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।

পূর্বে আমেরিকায় অভিবাসীদের নিয়ে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা করেছেন বেশ কয়েকবার।

এনডিটিভি নিউজ জানায়, ৭ ডিসেম্বর অভিবাসীরা অ্যামেরিকান ড্রিম চুরির জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি।

ভ্যান্স তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ‘ব্যাপকভাবে অভিবাসন অ্যামেরিকান ড্রিম চুরি করে নিয়েছে। অ্যামেরিকার নাগরিকদের কাজের সুযোগ অভিবাসীরা নিয়ে গেছে।’

যদিও বিভিন্ন গবেষণায় ভ্যন্সের এ মন্তব্যের সঙ্গে অমিল পাওয়া গেছে। অভিবাসীরা কীভাবে দেশটির জন্য ফল্প্রসূ এমন তথ্যও উঠে আসে প্রতিবেদনে।

ওইসব প্রতিবেদনের গবেষকদের উদ্দেশে ভ্যান্স বলেন, ‘বিষয়টি সবসমইয় এমনই ছিল। যেসব গবেষণাপত্রে ভিন্ন কিছু পাওয়া যায়, সেগুলোর গবেষকরা পুরনো ব্যবস্থার কাছ থেকে অর্থ পেয়ে ধনী হয়েছে।’

ওই পোস্ট করার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের নেটিজেনদের সমালোচনার শিকার হন ভ্যান্স। অনেকে অভিবাসী স্ত্রী বিয়ে করা প্রসঙ্গে বিদ্রূপ করেন।

ভ্যান্সের স্ত্রী ঊষা ভ্যান্স ভারতীয় অভিবাসীর ঘরে জন্ম নেওয়া অ্যামেরিকান নাগরিক। স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্পর্কের অটুট বন্ধের কথা জনসমক্ষে বলতে দ্বিধা করেন।

নেটিজেনদের একজন বলেন, ‘আচ্ছা, আপনার স্ত্রী ভারতীয় অভিবাসী পরিবার থেকে এসেছেন না?’

অপর একজন বলেন, ‘তার মানে আপনার স্ত্রী ঊষা ও তার পরিবারকেও অ্যামেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া উচিত।

‘সেই সঙ্গে আপনার দ্বিজাতিগত সন্তান্দেরও ফেরত পাঠাতে হবে। কবে তাদের ফেরত পাঠানোর টিকেট কিনছেন আমাদেরকে জানান।’

আরেকজন বলেন,’আপনার স্ত্রী ও সন্তানরা অ্যামেরিকান ড্রিম চুরি করছেন।’