ব্রঙ্কসে বাসচালকের মুখে স্প্রে করা নারীকে খুঁজছে পুলিশ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১ ২০২৫, ১৯:৪৫

হামলাকারীর গায়ে ছিল কালো রঙের পোশাক। এলএ ডজার্স লোগো সংবলিত কালো রঙের ক্যাপ পরা ওই নারীর পেছনে ছিল কাঁধব্যাগ। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

হামলাকারীর গায়ে ছিল কালো রঙের পোশাক। এলএ ডজার্স লোগো সংবলিত কালো রঙের ক্যাপ পরা ওই নারীর পেছনে ছিল কাঁধব্যাগ। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

কোন ধরনের পদার্থ দিয়ে বাসচালকের মুখে স্প্রে করা হয়েছে, তা জানা যায়নি।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি-এমটিএর ৩৩ বছর বয়সী বাসচালকের মুখে স্প্রে করা এক নারীকে খুঁজছে পুলিশ।

এনওয়াই ডেইলি নিউজের খবরে বলা হয়, ওই নারী গত সপ্তাহে বাসচালকের ওপর হামলা চালায় বলে শনিবার জানায় পুলিশ।

এ নিয়ে মে মাসে চতুর্থবারের মতো দায়িত্বের সময় হামলার শিকার হলেন নিউ ইয়র্ক সিটি এমটিএর কর্মীরা।

পুলিশ জানায়, ব্রঙ্কসের নরউডের পূর্বে ব্রেইনব্রিজ এভিনিউ ও ভ্যান কর্টল্যান্ড এভিনিউ এলাকায় বিএক্স১০ বাসের ভেতর গত ১৯ মে হামলা চালান ওই নারী। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে চালকের দিকে এগিয়ে এসে তার মুখে স্প্রে করেন তিনি।

কোন ধরনের পদার্থ দিয়ে বাসচালকের মুখে স্প্রে করা হয়েছে, তা জানা যায়নি।

খবর পেয়ে ভুক্তভোগীকে মন্টেফিয়র মেডিক্যাল সেন্টারে নিয়ে যান ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মীরা। সেখানে বাসচালকের অবস্থা স্থিতিশীল জানানো হয়।

এনওয়াই ডেইলি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাকারীর গায়ে ছিল কালো রঙের পোশাক। এলএ ডজার্স লোগো সংবলিত কালো রঙের ক্যাপ পরা ওই নারীর পেছনে ছিল কাঁধব্যাগ।