নাতি হারালেন রবার্ট ডি নিরো

টিবিএন ডেস্ক

জুলাই ৪ ২০২৩, ০:৪৪

দুইবারের সেরা অভিনেতার অস্কারজয়ী রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

দুইবারের সেরা অভিনেতার অস্কারজয়ী রবার্ট ডি নিরো। ছবি: সংগৃহীত

  • 0

দুইবারের সেরা অভিনেতার অস্কারজয়ী রবার্ট ডি নিরোর ১৯ বছর বয়সী নাতি লিয়ান্দ্রো অ্যান্থনি ডি নিরো রদ্রিগেজ মারা গেছেন।

ডি নিরো এক বিবৃতিতে সোমবার গুড মর্নিং অ্যামেরিকাকে বলেন, ‘আমার প্রিয় নাতি লিওর মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত।‘

তিনি আরও বলেন, ‘সবার কাছ থেকে পাওয়া সমবেদনার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সবাইকে অনুরোধ করছি লিওকে হারানোর এ বেদনাদায়ক সময়ে আমাদের গোপনীয়তাকে প্রাধান্য দেয়ার জন্য।‘

ডি নিরো রদ্রিগেজের মা ড্রেনা ডি নিরো তার একমাত্র সন্তানের মৃত্যুতে গুড মর্নিং অ্যামেরিকাকে বলেন, ‘আমাদের প্রিয় পুত্র লিওর চলে যাওয়া আমাদের জন্য একটি বিশাল ধাক্কা এবং অত্যন্ত দুঃখের ব্যপার। অপরিসীম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই।‘

লিয়ান্দ্রোর মৃত্যুর দিন তারিখ বা কিভাবে মারা গিয়েছেন এমন কোন কোন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি।


0 মন্তব্য

মন্তব্য করুন