শুল্ক নিয়ে ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৮ ২০২৫, ২০:১৭

চীন ও অ্যামেরিকার পতাকা। ছবি: রয়টার্স

চীন ও অ্যামেরিকার পতাকা। ছবি: রয়টার্স

  • 0

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বর্তমানে অ্যামেরিকার গড় শুল্ক ৫১ দশমিক ১ শতাংশ।

আগামী মাস থেকে পণ্য আমদানিতে উচ্চ শুল্ক ফিরিয়ে বাণিজ্য উত্তেজনা পুনরুজ্জীবিত না করতে মঙ্গলবার ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ার করে দিয়েছে চীন।

একই সঙ্গে চীনকে সরবরাহ শৃঙ্খলের বাইরে রাখতে অ্যামেরিকার সঙ্গে চুক্তি করা দেশগুলোর বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকিও দিয়েছে বেইজিং।

রয়টার্স জানায়, জুনে একটি বাণিজ্যিক রূপরেখায় সম্মত হয় ওয়াশিংটন ও বেইজিং, যা বাণিজ্যযুদ্ধ বন্ধের এক চুক্তিকে পুনঃস্থাপন করে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার বাণিজ্যিক অংশীদারদের উদ্দেশে জানান, ১ আগস্ট থেকে তাদের ওপর উচ্চ শুল্ক পুনর্বহাল করা হবে। এর আগে বেশির ভাগ দেশের ওপর উচ্চ শুল্ক কমিয়ে তিনি যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছিলেন, তার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই।

ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কের অংশ হিসেবে শুরুতে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করা হয়। আলোচনার মাধ্যমে এ শুল্ক পুনরুজ্জীবিত হওয়া রোধে হোয়াইট হাউসের সঙ্গে চুক্তিতে আসতে ১২ আগস্ট পর্যন্ত সময় পাবে চীন।

অ্যামেরিকার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপল’স ডেইলি জানায়, একটি উপসংহার যথেষ্ট পরিমাণে পরিষ্কার: সংলাপ ও সহযোগিতাই একমাত্র সঠিক পথ।

সংবাদপত্রটি ট্রাম্প আরোপিত শুল্কের পরিমাণকে ‘মাস্তানি’র সমতুল্য আখ্যা দিয়ে জানায়, চর্চার মাধ্যমে প্রমাণ হয়েছে যে, নীতিগত অবস্থান শক্তভাগে ধরা রাখাই কারও ন্যায্য অধিকার ও স্বার্থের সত্যিকার রক্ষাকবচ হতে পারে।

চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বর্তমানে অ্যামেরিকার গড় শুল্ক ৫১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে অ্যামেরিকা থেকে আমদানীকৃত পণ্যের ওপর চীনের গড় শুল্ক ৩২ দশমিক ছয় শতাংশ।