মারা গেছে ডিজনির সবচেয়ে বয়স্ক গরিলা ‘জিনো’

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭ ২০২৫, ২৩:৪৩

ওয়াল্ট ডিজনি পার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগৃহীত

ওয়াল্ট ডিজনি পার্কের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগৃহীত

  • 0

জিনো তার প্রাণচঞ্চলতা, রসবোধ এবং গরিলা দলের নেতা হিসেবে স্থিরতার পরিচয় দিয়ে গত ৩০ বছর অ্যানিমেল কিংডম পার্ককে মাতিয়ে রাখে।

ফ্লোরিডায় ডিজনি অ্যানিমেল কিংডম পার্কের বয়োজ্যেষ্ঠ গরিলা ‘জিনো’ মারা গেছে। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

এবিসি নিউজ জানায়, বুধবার সকালে ডিজনি এক ফেসবুক পোস্টে জিনোর মৃত্যুর খবর নিশ্চিত করে।

ডিজনি কর্তৃপক্ষ ওই ফেসবুক পোস্টে বলেন, জিনো তার প্রাণচঞ্চলতা, রসবোধ এবং গরিলা দলের নেতা হিসেবে স্থিরতার পরিচয় দিয়ে গত ৩০ বছর অ্যানিমেল কিংডম পার্ককে মাতিয়ে রেখেছে।

সংবামাধ্যমটির খবরে বলা হয়, ১৯৮০ সালে জন্ম নেওয়া জিনো ছিল বিরল প্রায় ‘পশ্চিমা নিম্নভূমি’ প্রজাতির গরিলা। ১৯৯৮ সালে ডিজনি অ্যানিমেল কিংডমের যাত্রার প্রথম দিন থেকেই সে এই পার্কের সদস্য হয়।

এবছর অ্যানিমেল কিংডমের কর্মীরা জিনোর ৪৪ তম জন্মদিবস পালন করে। বর্তমানে পার্কে জিনোর রেখে যাওয়া ১৪ জন সন্তান রয়েছে।

ডিজনি এক ফেসবুক বার্তায় জানায়, এই গরিলা তাদের কাছে বিপন্ন প্রজাতি রক্ষার প্রতীক হয়ে উঠেছিল।