এক অর্থবছরে প্রথম
১০০ বিলিয়ন ডলার ছাড়াল অ্যামেরিকার কাস্টমস শুল্ক আদায়

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১ ২০২৫, ২১:৪৫

ক্যালিফোর্নিয়ার স্যান পেদ্রোর পোর্ট অব লস অ্যাঞ্জেলেসে ২০২৫ সালের ৮ জুলাই ধারণ করা কন্টেইনার। ছবি: ড্যানিয়েল কোল/রয়টার্স

ক্যালিফোর্নিয়ার স্যান পেদ্রোর পোর্ট অব লস অ্যাঞ্জেলেসে ২০২৫ সালের ৮ জুলাই ধারণ করা কন্টেইনার। ছবি: ড্যানিয়েল কোল/রয়টার্স

  • 0

ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার জানায়, এ অর্জন জুন মাসের জন্য ২৭ বিলিয়ন ডলার বাজেট উদ্বৃত্ত তৈরিতে সহায়তা করেছে।

চলতি বছরের জুনে আবার বেড়েছে অ্যামেরিকার কাস্টমস শুল্ক আদায়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কের ঘোষণার মধ্যে প্রথমবারের মতো এক অর্থবছরে ১০০ বিলিয়ন ডলারের বেশি কাস্টমস শুল্ক আদায় করা হয়েছে।

ট্রেজারি ডিপার্টমেন্ট শুক্রবার জানায়, এ অর্জন জুন মাসের জন্য ২৭ বিলিয়ন ডলার বাজেট উদ্বৃত্ত তৈরিতে সহায়তা করেছে।

বাজেট ডেটা অনুযায়ী, ফেডারেল সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে শুল্ক।

জুনে কাস্টমস শুল্ক আদায়ে নতুন রেকর্ড হয়েছে। এ মাসে মোট ভিত্তিতে কাস্টমস শুল্ক প্রায় চার গুণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক দুই বিলিয়ন ডলারে। অন্যদিকে রিফান্ডের পর নেট ভিত্তিতে কাস্টমস শুল্ক আদায় বেড়ে উন্নীত হয়েছে ২৬ দশমিক ৬ বিলিয়ন ডলারে।

দীর্ঘদিন ধরে শুল্ককে রাজস্বের লোভনীয় উৎস হিসেবে তুলে ধরছেন ট্রাম্প। তিনি মঙ্গলবার বলেন, ১ আগস্ট থেকে অ্যামেরিকার বাণিজ্যিক অংশীদারদের ওপর পাল্টা উচ্চ শুল্ক প্রয়োগ শুরুর পর বিপুল পরিমাণে অর্থের প্রবাহ শুরু হবে।

এ বিষয়ে অর্থনীতিবিদদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ট্রাম্প।

অর্থনীতিবিদদের ভাষ্য, এসব করের বোঝা বহন করেন অ্যামেরিকার ভোক্তা ও আমদানিকারকরা।