চলে গেলেন ডিক চেনি, ইরাক হামলায় যে ভূমিকা ছিল তার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৪ ২০২৫, ১৭:৫৭

অ্যামেরিকার ৪৬তম সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। ছবি: রয়টার্স

অ্যামেরিকার ৪৬তম সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। ছবি: রয়টার্স

  • 0

২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামেরিকার ৪৬তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চেনি।

অ্যামেরিকা ও প্রয়াত প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। অসুস্থতাজনিত কারণে সোমবার তার মৃত্যু হয়।

চেনির পরিবার মঙ্গলবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ওই বিবৃতিতে বলা হয়, তিনি হৃদরোগ, নিউমোনিয়া ও রক্তনালীর জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামেরিকার ৪৬তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চেনি।

বিশ্লেষকদের মতে, অ্যামেরিকার ইতিহাসে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত ভাইস প্রেসিডেন্ট।

রিপাবলিকান দলের এ নেতা ওয়াইওমিং স্টেইটের কংগ্রেস সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। তখন থেকেই চেনি ওয়াশিংটনে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান।

তৎকালীন টেক্সাসের গভর্নর বুশ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিতে চেনিকে আহ্বান জানান।

নির্বাচনে জয়ী হওয়ার পর চেনি প্রেসিডেন্ট বুশের ক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন। পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট অফিসে স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা দল গঠন করে ব্যক্তিগত প্রভাব বিস্তার করেছিলেন।

চেনি ২০০৩ সালে অ্যামেরিকা কর্তৃক ইরাক আক্রমণের একজন অন্যতম সমর্থক ছিলেন। আক্রমণের আগে বুশ প্রশাসন ইরাকে সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন দাবি ও প্রচারণা চালায়। এ প্রচারণার অন্যতম মুখপাত্র ছিলেন চেনি। বুশের সহযোগি হিসেবে ইরাকে গোপনে গণবিধ্বংসী অস্ত্র তৈরি হচ্ছে বলে ওই সময় ব্যাপক প্রচারণা চালান তিনি। যার ভিত্তিতে ইরাক যুদ্ধ পরিচালিত হয়। যদিও পরবর্তিতে অস্ত্র তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।