
ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯ ২০২৫, ৮:৩৩ হালনাগাদ: ডিসেম্বর ১১ ২০২৫, ৬:১৮
.jpg)
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর। ছবি: খালিজি টাইমস
- 0
২ সপ্তাহ ফ্ল্যাটের ভিতর পড়েছিল দেহ। দরজা ভেঙে মৃত অভিনেত্রীকে বের করল পুলিশ।
আবারও শোকের ছায়া বিনোদন জগতে। মাত্র ৩২ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের।
করাচির ডিফেন্স ফেজ-সিক্স এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য। ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটে তার মরদেহ দুই সপ্তাহ ধরে পড়ে ছিল।
জিও টিভির প্রতিবেদন অনুযায়ী পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মরদেহটি অভিনেত্রীর বলে শনাক্ত করা হয়েছে এবং দুই সপ্তাহ আগেই তার মৃত্যু হয়। একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও কোনো সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হুমাইরার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনা হয় আলামত সংগ্রহের জন্য।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, ওই মডেল গত সাত বছর ধরে একাই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন। তিনি ২০১৮ সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে ভাড়া দেয়া বন্ধ করে দেন বলে জানা গেছে।
ভাড়া না দেয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে (সিবিসি) একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতের নিযুক্ত একজন বেলিফ মামলার আদেশ কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতরে তার গলিত মরদেহ দেখতে পান।
মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয় এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। করাচি পুলিশ জানিয়েছে, এখনো হুমাইরার মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণ করা যায়নি। ফরেনসিক বিশ্লেষণ চলছে। এদিকে তার মৃত্যু সংবাদে সোশ্যাল মিডিয়ায় ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনেত্রীর মৃত্যুর পরই র জীবনের এক বেদনাদায়ক স্বীকারোক্তির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়—যেখানে তিনি শোবিজের ভণ্ডামি ও আত্মপ্রবঞ্চনার বিরুদ্ধে মুখ খুলেছেন।
তিনি সে ভিডিওতে বলেন, ‘আমাদের শোবিজে অনেক মানুষ আছেন, যারা ভীষণ ভণ্ডামি করেন। এই ইন্ডাস্ট্রিতে অনেকে মুখে হাসি ঝুলিয়ে রাখে—যেটা আমি পারি না। আমি চেষ্টা করেছি মানিয়ে নিতে, কখনো মুখোশও পরেছি, কিন্তু এই ভুয়া সৌজন্য আমি শিখতে চাইনি।’
উল্লেখ্য ২০১৩ সালে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা হুমাইরা কাজ করেছেন আলী জিশান, দীপক পরওয়ানি, সানা সাফিনাজের মতো শীর্ষ ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে। তিনি জিলেবি ও লাভ ভ্যাকসিন চলচ্চিত্রেও অভিনয় করেন। তবে সর্বাধিক পরিচিতি পান ২০২২ সালের রিয়েলিটি শো তামাশা-তে অংশগ্রহণের মাধ্যমে।