নাগানো প্রিফেকচারের নাকানো সিটিতে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
সিটি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নাকানোর এক নারীকে কোপানোর খবরে উদ্ধারে যায় পুলিশ। এ সময় এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে হান্টিং গান থেকে গুলি চালাতে থাকেন।
গুলিতে পুলিশের চার সদস্য আহত হন। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে কাছের একটি বাড়িতে হামলাকারী আশ্রয় নিয়েছেন বলে পুলিশ জানায়।
আহত অবস্থায় ওই নারী ও পুলিশ সদস্যদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নারী ও দুই পুলিশকে মৃত ঘোষণা করেন।
নাকানো সিটি পুলিশের মুখপাত্র বলেছেন, সন্দেহভাজন হামলাকারী যে বাড়িতে আশ্রয় নিয়েছে, সেটি ঘিরে রাখা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তার স্বার্থে ওই বাড়ির চারপাশের ৩০০ রেডিয়াস এলাকা খালি করেছে প্রশাসন।
জাপানে আগ্নেয়াস্ত্র সহিংসতার ঘটনা বিরল। সবচেয়ে বড় সহিংসতা ঘটে গত জুলাইয়ে, যখন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনযো আবেকে গুলি করে হত্যা করা হয়।