ব্রঙ্কসে দ্বন্দ্বের জেরে ঘাড়ে গুলি করে তরুণকে হত্যা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ২২ ২০২৫, ০:০০ হালনাগাদ: নভেম্বর ১৬ ২০২৫, ৪:০৯

অপরাধ সংঘটনস্থলে ফিতা দিয়ে পুলিশের দেওয়া বেড়া। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

অপরাধ সংঘটনস্থলে ফিতা দিয়ে পুলিশের দেওয়া বেড়া। ছবি: এনওয়াই ডেইলি নিউজ

  • 0

পুলিশ জানায়, বিবাদের সময় প্রতিপক্ষ বন্দুক বের করে তরুণের ঘাড়ে আঘাত করে। খবর পেয়ে অ্যাপার্টমেন্টের লবিতে তরুণকে পান পুলিশ সদস্যরা।

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস বোরোতে শনিবার দ্বন্দ্বের জেরে ২৬ বছর বয়সী এক তরুণকে ঘাড়ে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটির বরাত দিয়ে এনওয়াই ডেইলি নিউজ জানায়, ক্রোটোনা পার্ক ইস্ট এলাকার ওয়েস্ট ফার্মস রোডের কাছে ই. ১৭৪ স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন ক্যাসিম জনসন নামের ওই তরুণ। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে দ্বন্দ্ব শুরুর সময় অ্যাপার্টমেন্টের লবিতে ছিলেন তিনি।

পুলিশ জানায়, বিবাদের সময় প্রতিপক্ষ বন্দুক বের করে তরুণের ঘাড়ে আঘাত করে। খবর পেয়ে অ্যাপার্টমেন্টের লবিতে তরুণকে পান পুলিশ সদস্যরা।

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস জনসনকে তৎক্ষণাৎ সেন্ট বার্নাবাস হসপিটালে ভর্তি করে, যেখানে তার মৃত্যু হয়।

কালো পোশাক পরা হামলাকারী ভবন থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

হামলাকারীকে শনাক্ত করতে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ খুঁজছেন।