গুরুত্বপূর্ণ তিন নির্বাচনেই ডেমোক্র্যাটদের বিশাল জয়, ট্রাম্পের প্রতিক্রিয়া

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২৫, ৬:৪৬ হালনাগাদ: ডিসেম্বর ৩ ২০২৫, ১৪:৫৬

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

নির্বাচনের ফল প্রকাশের পর সবার নজর ছিল ট্রাম্পের দিকে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্র্যাটরা বিশাল জয় পেয়েছেন।

নির্বাচনগুলোর ব্যালটে ট্রাম্পের নাম না থাকলেও এসব নির্বাচনে তাকে একজন ‘অদৃশ্য প্রার্থী’ মনে করা হচ্ছিল। আর তাইতো নির্বাচনের ফল প্রকাশের পর সবার নজর ছিল ট্রাম্পের দিকে।

ফল প্রকাশের পরেই নিজের ট্রুথ সোশ্যালে হারের বিষয়ে প্রতিক্রিয়া জানান ডনাল্ড ট্রাম্প। তার মতে, রিপাবলিকানরা নির্বাচনে হেরে যাওয়ার অন্যতম মূল কারণ ট্রাম্প এই নির্বাচনে প্রার্থী ছিলেন না এবং দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, অ্যামেরিকার ইতিহাসে দীর্ঘতম ফেডারেল শাটডাউন এই ফলাফলের কারণ।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘রিপাবলিকানরা আজকের নির্বাচনে হেরেছে কারণ— প্রথমত, ট্রাম্প নির্বাচনে ছিলেন না, এবং দ্বিতীয়ত, শাটডাউন।’

নির্বাচনের আগের দিন অ্যামেরিকা জুড়ে ডেমোক্র্যাটদের জয়ের পর ট্রাম্প কী কী পদক্ষেপ নিতে পারেন তার ইঙ্গিত দেন। সোমবার, ট্রাম্প ডেমোক্র্যাটদের ক্ষমতায় আনা হলে দ্বিগুণ থেকে তিনগুণ জ্বালানি খরচের বিষয়ে সতর্ক করেছিলেন।

ডেমোক্র্যাটিক প্রার্থী জোরান মামদানি যদি শহরের মেয়র নির্বাচনে জয়ী হন, তাহলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং সমর্থকদের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ।

নিউ ইয়র্কে মামদানি ছাড়াও নিউ জার্সির গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট ‌প্রার্থী মাইকি শ্যারিল এবং ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট ‌প্রার্থী আ্যাবিগেইল স্প্যানবার্জার।