একাধিক পূর্বাভাস
নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয় ডেমোক্র্যাট শেরিলের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫ ২০২৫, ৩:২৭

নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। ছবি: রয়টার্স

নিউ জার্সির গভর্নর নির্বাচনে জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মিকি শেরিল। ছবি: রয়টার্স

  • 0

কংগ্রেসওম্যান ও নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট শেরিল পরাজিত করেন রিপাবলিকান পার্টির প্রার্থী জ্যাক চিয়াটারেলিকে।

ভার্জিনিয়ার মতো নিউ জার্সির গভর্নর নির্বাচনেও জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী।

ফক্স নিউজ ও এনবিসির পূর্বাভাস অনুযায়ী, নিউ জার্সির গভর্নর পদে ডেমোক্র্যাট মিকি শেরিল জয়ী হচ্ছেন।

নির্বাচনটি রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের সমর্থনের আরও একটি পরীক্ষা।

কংগ্রেসওম্যান ও নৌবাহিনীর সাবেক হেলিকপ্টার পাইলট শেরিল পরাজিত করেন রিপাবলিকান পার্টির প্রার্থী জ্যাক চিয়াটারেলিকে।

স্টেইটের সাবেক আইনপ্রণেতা চিয়াটারেলি ছিলেন ক্ষুদ্র একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এবারের নির্বাচনে তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের দিকে ঝুঁকে পড়া অশ্বেতাঙ্গ ভোটারদের টানতে চেয়েছিলেন।

ট্রাম্পের সমর্থন পাওয়া চিয়াটারেলিকে প্রেসিডেন্টের প্রতি অতি বাধিত হিসেবে আখ্যা দেন শেরিল।

উভয় প্রার্থীই দেশের অন্যতম ব্যয়বহুল স্টেইট নিউ জার্সিকে আরও সাশ্রয়ী করার ওপর নজর দেন।