না–ফেরার দেশে চলে গেলেন ‘কাঁটা লাগা’ গান দিয়ে আলোচনায় আসা মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা। শুক্রবার মধ্যরাতে মাত্র ৪২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক মাধ্যমে জানা অসুস্থতা অনুভব শেফালির স্বামী পরাগ ত্যাগী ও তার দুই ঘনিষ্ঠ বন্ধু মিলে তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে। শুক্রবার রাত ১১ টা ২৭ মিনিটে মৃত্যু হয় এই অভিনেত্রীর। দিবাগত রাত ১টার সময় ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি বলে দাবি মুম্বাই পুলিশের।
আর তাইতো শনিবার সকালেই অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। বাড়ির গার্ড, কাজের লক, রাঁধুনিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ কর্মকর্তারা। আকস্মিক মৃত্যুর পর অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার এক্স হ্যান্ডেলের শেষ পোস্ট।
সাবেক প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন শেফালি। কয়েক মাস আগে প্রয়াত বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থকে জড়িয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘বন্ধু আজ তোমার কথা খুব মনে পড়ছে।’
শেফালি জারিওয়ালা ২০০২ সালে ‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠেন। এই রিমিক্স গানটি তাকে ‘কাঁটা লাগা গার্ল’ হিসেবে পরিচিতি এনে দেয়। ২০০৪ সালে তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে সাদি কারোগি’ চলচ্চিত্রে একটি ছোট ভূমিকায় অভিনয় করেন।
টেলিভিশন জগতে শেফালি ২০০৮ সালে সনি টিভিতে ‘বুগি উগি’ রিয়েলিটি শো দিয়ে আত্মপ্রকাশ করেন। পরে স্বামী পারাগ ত্যাগীর সাথে ‘নাচ বালিয়ে ফাউভ’ এবং ‘নাচ বালিয়ে সেভেন’-এ অংশ নেনে। যেখানে তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
তবে, তার জনপ্রিয়তা বাড়ে বিগ বস থার্টিন এর মাধ্যমে। সালমান খানের উপস্থাপনায় শো-তে তার সততা, সাহস এবং সাবেক প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সঙ্গে পুনর্মিলনের মুহূর্তগুলো দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।