নিউ জার্সিতে প্রোপেন সরবরাহ কমায় জরুরি অবস্থা চালু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১২ ২০২৫, ১৮:৫৬

জ্বালানি গ্যাসের সিলিন্ডারের চিত্র। ছবি: রয়টার্স

জ্বালানি গ্যাসের সিলিন্ডারের চিত্র। ছবি: রয়টার্স

  • 0

নিউ জার্সিতে জ্বালানিটির চাহিদার অনেকাংশই পূরণ করে প্রোপেন সরবরাহকারী পেনসিলভেনিয়ার প্রতিষ্ঠান মারকুস হুক। কারখানাটিতে পরিষেবা ব্যাঘাত ঘটনায় প্রোপেন সরবরাহ কমে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।

নিউ জার্সিতে তীব্র শীতে ঘর গরম রাখার অন্যতম জ্বালানি প্রোপেনের সংকট তৈরি হওয়ায় স্টেইটে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আইউইটনেস নিউজ জানায়, স্টেইট গভর্নর ফিল মারফি শুক্রবার সকাল ৯টা থেকে জরুরি অবস্থা চালু করেন।

নির্দেশনা অনুযায়ী, জরুরি অবস্থা চলাকালীন বাণিজ্যিকভাবে প্রোপেন সরবরাহকারী পরিবহন চালকরা ১০ ঘণ্টার পরিবর্তে ১৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ করবেন।

স্টেইটের বাসিন্দাদের কাছে ঘর উষ্ণ রাখার এ জ্বালানির মজুদ নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রতিবার পরিবহন সেবা দেওয়ার পর চালকদের ১০ ঘণ্টা বিরতি প্রদানের নিয়মটি চালু রেখেছে কর্তৃপক্ষ।

নিউ জার্সির গভর্নর মারফি বলেন, ‘তাপমাত্রা দিন দিন কমে যাচ্ছে। এমন সময় প্রত্যেককে নিরাপত রাখতে উষ্ণতা নিশ্চিত করা অপরিহার্য।’

মারফি আরও বলেন,’ নিউ জার্সির ১ লাখ ৮৬ হাজার বাসিন্দা যারা ঘর গরম রাখতে প্রোপেনের উপর নির্ভরশীল, তারা যেন নিরবিচ্ছিন্ন জ্বালানিটি ক্রয় করতে পারে তাই জরুরি অবস্থা ঘোষণা করছি।’

নিউ জার্সিতে জ্বালানিটির চাহিদার অনেকাংশই পূরণ করে প্রোপেন সরবরাহকারী পেনসিলভেনিয়ার প্রতিষ্ঠান মারকুস হুক।

কারখানাটিতে পরিষেবা ব্যাঘাত ঘটনায় প্রোপেন সরবরাহ কমে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।