
হীরাভর্তি ব্যাগ বাংলাদেশে আনলেন যাত্রী, ফেরত নিল দুবাই পুলিশ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯ ২০২৫, ২৩:১৬

বাংলাদেশি যাত্রীর হাতে থাকা ব্যাগটি হীরায় পরিপূর্ণ ছিল। ছবি: গালফ নিউজ
- 0
এক যাত্রী ভুলক্রমে ব্যাগটি বাংলাদেশে নিয়ে এসেছিলেন বলে মঙ্গলবার জানায় গালফ নিউজ।
হীরাভর্তি একটি ব্যাগ উদ্ধারের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে ফেরত নিয়েছে দুবাই পুলিশ।
এক যাত্রী ভুলক্রমে ব্যাগটি বাংলাদেশে নিয়ে এসেছিলেন বলে মঙ্গলবার জানায় গালফ নিউজ।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, দুবাইয়ের বাসিন্দা অলংকার ব্যবসায়ী উপসাগরীয় একটি দেশে স্বর্ণালংকার প্রদর্শনীতে অংশগ্রহণের সময় ঘটনাটির শুরু। তার কাছে হীরাভর্তি চারটি ব্যাগ ছিল। অলংকারগুলোর মূল্য ১১ লাখ আমিরাতি দিরহাম।
গন্তব্যে পৌঁছে স্বর্ণ ব্যবসায়ী দেখেন, তার কাছে থাকা চার ব্যাগের একটি তার নয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে স্বর্ণ ব্যবসায়ী ওই দিনই আমিরাতে ফিরে জেনারেল ডিপার্টমেন্ট অব এয়ারপোর্ট সিকিউরিটির কাছে বিষয়টি জানায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিশেষ তদন্ত দল গঠন করা হয়। তদন্তের পর দলটি জানতে পারে, নিরাপত্তা চেকের সময় অলংকার ব্যবসায়ীর ব্যাগটি ভুলবশত নিয়ে যান বাংলাদেশি এক পর্যটক। দেখতে একই রকম হওয়ায় অলংকার ব্যবসায়ীর ব্যাগকে নিজের ভেবেছিলেন বাংলাদেশি।
বিমানে করে অলংকার ব্যবসায়ীর ব্যাগ নিয়ে দেশে চলে যান বাংলাদেশি। অন্যদিকে অন্য ব্যক্তির ব্যাগ সঙ্গে করে নেন অলংকার ব্যবসায়ী।
গালফ নিউজের খবরে বলা হয়, দুবাই পুলিশ ত্বরিত ব্যবস্থা নেয়। তারা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক তৎপরতা শুরু করে। এরই অংশ হিসেবে ঢাকায় আমিরাতের দূতাবাস এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে হীরার ব্যাগটির অবস্থান শনাক্ত করে দুবাই পুলিশ। পরে যথাযথ প্রক্রিয়ায় সেটি আমিরাতের মালিককে ফেরত দেয় বাহিনীটি।
এ ঘটনার পর দুবাই পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান অলংকার ব্যবসায়ী।
তিনি জানান, কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তা তিনি জানেন না। লোকজনকে খুশি করার ক্ষেত্রে দুবাই পুলিশের আন্তরিক অঙ্গীকারের প্রতিদান শুধু প্রশংসা করে দেওয়া যাবে না।
গুরুত্বপূর্ণ সামগ্রী ফেরত আনায় সহযোগিতার জন্য আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় আমিরাতের দূত আবদুল্লা আলি আবদুল্লা আল হামুদি ও তার টিমকে ধন্যবাদ জানায় দুবাই পুলিশ। একই সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চমৎকার সহযোগিতারও প্রশংসা করেন তিনি।