বাহিনীর সেন্ট্রাল কমান্ডার লুইটেন্যান্ট জেনারেল অ্যালেক্সেস জি গ্রাইঙ্কিউইচ বলেছেন, গত রোববার আইএস বিরোধী অভিযানে থাকা অ্যামেরিকান এমকিউ-নাইন রিপার ড্রোনের খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে যায় রাশিয়ান যুদ্ধবিমান। সে সময় কয়েক মিটার দূর থেকে সেটি ফ্লেয়ার ছোড়ে। এতে ড্রোনের প্রপেলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ড্রোন পরিচালনাকারী ক্রু দ্রুত সেটিকে নিরাপদে হোম বেইজে ফিরিয়ে আনে।
ঘটনাটিকে তিনি রাশিয়ান বাহিনীর ঝুঁকিপূর্ণ ও উসকানিমূলক আচরণ বলে মনে করেন।
তিনি বলেন, ‘রাশিয়ার যোদ্ধাদের ফ্লাইটের নিরাপত্তার বিষয়ে নির্লজ্জ অবহেলার কারণে আমাদের আইএস বিরোধী অভিযানে ব্যাঘাত ঘটেছে। কোনো উসকানি ছাড়া এ ধরনের বেপরোয়া ও অপেশাদার আচরণ বন্ধে সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি।’
আগেও রাশিয়ান যুদ্ধবিমান এ ধরনের হয়রানিমূলক কাজ করেছে বলে জানিয়েছে ইউএস এয়ার ফোর্স।
ইউএস এয়ার ফোর্স ড্রোনের প্রতি রাশিয়ার এমন আচরণ ‘অনিরাপদ ও অপেশাদার’ বলে বিবৃতি দিয়েছে পেন্টাগন।