আল নাসরের হয়ে গত ৫ এপ্রিল সৌদি প্রো লিগেই সবশেষ গোল করেছিলেন রোনালডো। এরপর সৌদি প্রো লিগসহ তিন ম্যাচে গোলের দেখা পাননি।
নিজেদের মাঠে শুক্রবার আল রায়েদের বিপক্ষে ম্যাচের শুরুতেই রোনালডোর গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪ মিনিটে সতীর্থ সুলতান আল গানামের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।
প্রথমার্ধে আরও দুটি গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালডো। শেষ পর্যন্ত তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় আল নাসর। দলের হয়ে এসব গোল করেন আবদুল রহমান গারিব, মোহাম্মেদ মারান ও আবদুল মাজিদ। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
আল নাসরে যোগ দেয়ার পর ১৩ লিগ ম্যাচে ১২টি গোল করেছেন রোনালডো।
ম্যাচ শেষে হাসিখুশি রোনালডো গ্যালারির দর্শকদের সামনে গিয়ে হাত নাড়ান। মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আল রায়েদের কোচকে নিজের জার্সি উপহার দেন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা এই তারকা ফটবলার।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গেল সপ্তাহে সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইতিহাদ।