আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইসলামাবাদ পুলিশকে ইমরানকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনকে অবমাননার অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে ইমরান খান ধারাবাহিকভাবে অনুপস্থিত ছিলেন। যে কারণে ইমরানকে গ্রেফতার করে মঙ্গলবার নির্বাচন নজরদারি করা এই সংস্থার সামনে হাজির করতে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে ইসিপি।
নির্দেশনায় ইসিপি বলেছে, ১১ মে নির্বাচন কমিশনের অবমাননা মামলায় জারি করা জামিন অযোগ্য পরোয়ানা মেনে চলতে পুলিশ যেন তার বাধ্যবাধকতা পালন করে।
নির্বাচন কমিশন ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেলকে ইমরান খানকে গ্রেফতার করে ২৫ জুলাই সকাল ১০টায় আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।