ট্রাম্পের বিলে ১১ মিলিয়ন মানুষ স্বাস্থ্যবিমা হারাবে: চাক শুমার

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৫ ২০২৫, ১:৪৫

ছনিঃ সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার

ছনিঃ সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার

  • 0

সেনেট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাজেট বিলে চূড়ান্ত অনুমোদন দিলে কমপক্ষে ১১ মিলিয়ন মানুষ স্বাস্থ্যবিমা হারাবেন বলে সতর্ক করেছেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার।

চৌঠা জুলাই স্বাধীনতা দিবসের আগেই ‘বিগ, বিউটিফুল বিল’ সেনেটে অনুমোদন পেয়ে যাক, এটাই চেয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে এই বিলের বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্র্যাট – দুই দলের সোচ্চার হয়েছেন অনেকেই। ট্রাম্পের বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য সেনেটে যাচ্ছে এই সপ্তাহে। কিন্তু সেনেটরদের সমর্থন পাওয়া বাস্তবে এতটা সহজ হবে না।

এই বিলের খুঁটিনাটি নিয়ে বুধবার প্রাক্কলন প্রকাশ করেছে কংগ্রেসনাল বাজেট অফিস। প্রতিক্রিয়া জানিয়ে, বাজেটকে ‘উই আর অল গোয়িং টু ডাই অ্যাক্ট’ নামে ডাকলেন সেনেট মাইনোরিটি লিডার চাক শুমার। সেনেট ট্রাম্পের বাজেটে অনুমোদন দিলে কমপক্ষে ১৬ মিলিয়নের মানুষ মেডিকেইড সহায়তা হারাবেন বলে সতর্ক করেন তিনি।

শুমার বলেন, এই বিলের কারণে এগারো মিলিয়ন মানুষ খাবার কেনার সক্ষমতা হারাবে। সম্পদশালীদের আরো সমৃদ্ধ করতেই দেশের অগণিত মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন এই ডেমোক্র্যাট নেতা।

সিবিওর হিসাবে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিল তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলারের করছাড় দিচ্ছে। কিন্তু তা দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারের ফেডারেল ঘাটতি তৈরী করবে বলে জানান শুমার। এছাড়া, এগারো মিলিয়নেরও বেশী মানুষ ২০৩৪ সালের মধ্যে তাদের স্বাস্থ্যবিমা হারাবে।

এই জনবিরোধী বিল সেনেটে ঠেকিয়ে দিতে ডেমোক্র্যাটরা লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন শুমার। ট্রাম্পের বাজেট প্রস্তাবের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান সেনেট মাইনোরিটি লিডার।