ব্রুকলিনে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত, পালালেন বিএমডব্লিউ চালক

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১ ২০২৫, ২৩:৩৭

ব্রুকলিনের গোয়ানুস এক্সপ্রেসওয়ের অধীন থার্ড অ্যাভিনিউর একটি ভিউ। এ এলাকায় গাড়ির ধাক্কায় দুজন পথচারী নিহত হন। ছবি: অ্যামএনওয়াই

ব্রুকলিনের গোয়ানুস এক্সপ্রেসওয়ের অধীন থার্ড অ্যাভিনিউর একটি ভিউ। এ এলাকায় গাড়ির ধাক্কায় দুজন পথচারী নিহত হন। ছবি: অ্যামএনওয়াই

  • 0

এনওয়াইপিডির কলিসন ইনভেস্টিগেশন স্কোয়াডের প্রাথমিক তদন্ত অনুযায়ী, থার্ড অ্যাভিনিউ ধরে দক্ষিণের দিকে যাচ্ছিল গাড়িটি। সে সময় পথচারীদের চাপা দিয়ে এটি দ্রুত সরে পড়ে।

নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় শুক্রবার শুরুর সময়ে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটির ভাষ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বিএমডব্লিউ সেডান গাড়িটি নিয়ে পালান চালক।

নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি জানায়, গুয়ানুস এক্সপ্রেসওয়ের অধীন থার্ড অ্যাভিনিউ ও ৫২তম স্ট্রিটের মোড় পার হচ্ছিলেন ৮০ ও ৫৯ বছর বয়সী দুই ভুক্তভোগী। শুক্রবার ভোররাত চারটা ২০ মিনিটের দিকে ধূসর রঙের বিএমডব্লিউ তাদের ধাক্কা দেয়।

এনওয়াইপিডির কলিসন ইনভেস্টিগেশন স্কোয়াডের প্রাথমিক তদন্ত অনুযায়ী, থার্ড অ্যাভিনিউ ধরে দক্ষিণের দিকে যাচ্ছিল গাড়িটি। সে সময় পথচারীদের চাপা দিয়ে এটি দ্রুত সরে পড়ে।

ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ঘটনাস্থলেই দুজনকে মৃত বলে জানান। পরিবারকে জানানোর আগপর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ভুক্তভোগীরা পরস্পরের পরিচিত কি না, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, পলাতক চালককে ধরা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

গত পাঁচ বছর ধরে তিন ব্লকের মোড়টিতে ৫৯টি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ জন আহত হন বলে জানায় ক্র্যাশম্যাপার।

আহত ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মোটরচালিত গাড়ির চালক। বাকিরা পথচারী ও সাইকেলচালক।

ক্র্যাশম্যাপারের ডেটা অনুযায়ী, ইতোপূর্বে সংঘটিত তিনটি দুর্ঘটনা ছিল প্রাণঘাতী, যেখানে দুজন চালক ও একজন পথচারী নিহত হন।