আইসিসির চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ৬ ২০২৫, ১৪:২০ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ০:০৬

ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

আন্তর্জাতিক অপরাধ তদন্তে অ্যামেরিকান বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার উদ্যোগের জের ধরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চারজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। আফগানিস্তানে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে অ্যামেরিকান সেনা সদস্যদের বিচারের আওতায় আনার সম্ভাবনায় ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর চারজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসন। এই বিচারকরা আফগানিস্তানে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের তদন্তে অ্যামেরিকান সেনা সদস্যদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সঙ্গে যুক্ত ছিলেন।

অ্যামেরিকান পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় জানানো হয়, এই বিচারকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের মতে, ‘আইসিসি অ্যামেরিকান সার্বভৌমত্ব লঙ্ঘন করে রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত একটি প্রতিষ্ঠান’

তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমরা কখনোই আমাদের সেনা সদস্যদের আন্তর্জাতিক কোনো পক্ষপাতদুষ্ট আদালতের হাতে ছেড়ে দেব না। এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক অভিযান।’

তিনি আরও বলেন, আইসিসির এই ধরনের তদন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে।

এর জবাবে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে, তারা নিরপেক্ষভাবে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে থাকে এবং এই নিষেধাজ্ঞা আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে।

হিউম্যান রাইটস ওয়াচ এক বিবৃতিতে বলেছে, ‘আইনের শাসনের পক্ষে কথা বলে, কিন্তু যখন তার নিজের আচরণের তদন্ত হয়, তখন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এটা দ্বিমুখী নীতি।’

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন ব্যবস্থাকে দুর্বল করে না, বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিকেও প্রশ্নবিদ্ধ করে।