তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) থেকে ৪৮টি কান যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত করেছে ইন্দোনেশিয়া।
তুরস্ক ও ইন্দোনেশিয়া উভয় পক্ষের প্রতিনিধিরা ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।
তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেট ইলমাজ অনুষ্ঠানের পরে এক্স-এ এক বিবৃতিতে চুক্তি সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের কান যুদ্ধবিমান চুক্তি সফল হোক।’
এই চুক্তিতে ১০ বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় উন্নত বিমানের উৎপাদন এবং সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির আর্থিক বিবরণ এখনও প্রকাশ করা হয়নি তবে তুর্কি মিডিয়া রিপোর্ট অনুযায়ী চুক্তিটির মূল্য প্রায় ১০ বিলিয়ন ডলার।
ইন্দোনেশিয়াকে একটি বৃহত্তর শিল্প অংশীদারিত্বের অংশ হিসেবে তৈরির প্রচেষ্টাকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) ইতোমধ্যেই দেশটিতে তাদের একটি অফিস পরিচালনা করছে।
ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, দ্বিতীয় এবং তৃতীয় কান প্রোটোটাইপগুলোতে অভ্যন্তরীণ অস্ত্র বহনের আলাদা বগি এবং আকাশে জ্বালানি সরবারহ ব্যবস্থা ইনস্টল করা হবে এবং এয়ারফ্রেমে ছোটখাটো নকশা পরিবর্তন থাকবে বলে আশা করা হচ্ছে।
২০২৬ সালের এপ্রিল এবং জুলাই মাসে তাদের প্রথম ফ্লাইট পরিচালানোর কথা রয়েছে।
কান হল পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমান যা তুরস্ক প্রায় এক দশক ধরে তৈরি করে আসছে। ২০২৩ সালে প্রথমবারের মতো এই জেটটি জনসমক্ষে উন্মোচিত হয় এবং ২০২৪ সালের প্রথম দিকে এটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।