প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব আর না বাড়ানোর ইঙ্গিত দিয়ে ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, সাবেক মিত্রকে নিয়ে দেওয়া কিছু পোস্টের বিষয়ে তিনি অনুতপ্ত।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সে বুধবার এক পোস্টে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।
পোস্টে ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা মাস্ক বলেন, ‘গত সপ্তাহে প্রেসিডেন্টকে নিয়ে করা কিছু পোস্টের বিষয়ে আমি অনুতপ্ত। সেগুলো মাত্রা ছাড়িয়ে গিয়েছিল।’
ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে অ্যামেরিকার প্রেসিডেন্ট করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন ইলন মাস্ক। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনে স্থান করে নিয়ে প্রভাব বিস্তারের ব্যাপক সুযোগ সৃষ্টি হয় টেসলা সিইওর, তবে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পর মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের দ্বন্দ্ব নিয়মিত সংবাদের শিরোনাম হতে থাকে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে দ্বন্দ্বের ফলে হোয়াইট হাউসে প্রভাব হারানোর পাশাপাশি সরকারি কাজের ঠিকাদারি হারানোর শঙ্কা তৈরি হয় মাস্কের।
ট্রাম্প এরই মধ্যে মাস্কের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি দিয়ে রেখেছেন।
এমন বাস্তবতায় শিশুদের প্রতি যৌনাসক্ত জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের তথ্য সরকার গোপন করেছে অভিযোগ করে যে পোস্টটি দিয়েছিলেন, সেটি ডিলিট করে দেন স্পেসএক্সের কর্ণধার। যদিও ট্রাম্পকে বিরক্ত করতে পারে, মাস্কের এমন কিছু পোস্ট এখনও আছে অনলাইনে।
গত রবিবার এনবিসির ক্রিস্টেন ওয়াকারকে ট্রাম্প জানান, মাস্কের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর কোনো ইচ্ছা তার নেই।
আসন্ন নির্বাচনে মাস্ক ডেমোক্র্যাটদের সাহায্য করলে ‘মারাত্মক পরিণতি’ বরণ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।