পার্লার বন্ধের প্রতিবাদে রাস্তায় আফগান নারীরা

টিবিএন ডেস্ক

জুলাই ১৯ ২০২৩, ১৬:১৫

রাস্তায় আন্দোলনরত আফগান নারীরা। ছবি: সংগৃহীত

রাস্তায় আন্দোলনরত আফগান নারীরা। ছবি: সংগৃহীত

  • 0

তালেবানের বিউটি পার্লার ও সেলুন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন নারীরা। ‘কাজ, রুটি এবং ন্যায়বিচার’ বলে স্লোগান দিচ্ছিলেন তারা।

প্রায় ৫০ নারীর এই বিক্ষোভ দমাতে তালেবান নিরাপত্তাকর্মীরা জলকামান ও স্টানগান ব্যবহার করে।

তালেবান সরকার গত ২ জুলাই নির্দেশ দেয়, দেশটিতে এক মাসের মধ্যে সব বিউটি সেলুন বন্ধ করতে হবে। চেম্বার অফ কমার্স বলেছে, এতে প্রায় ৬০ হাজার কর্মী চাকরি হারাবে।

তালেবান শাসক ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই নারীদের বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিতে থাকে। শ্রেণিকক্ষ থেকে শুরু করে জিমন্যাসিয়াম, পার্ক এমনকি সম্প্রতি নারীদের জাতিসংঘে কাজ করাও নিষিদ্ধ করেছে তালেবান।

নিষেধাজ্ঞা এসেছে দেশটির নারীদের একা চলাফেরাতেও। তালেবানের নির্দেশ অনুযায়ী, নারীদের এমন পোশাক পরতে হবে যাতে শুধু চোখ দেখা যাবে; শরীরের অন্য কোনো অংশ নয়। ভ্রমণে ৪৮ মাইলের বেশি পথ হলে সঙ্গে অবশ্যই একজন পুরুষ আত্মীয় থাকতে হবে।

নারীদের সব বিষয়ে সরকারের হস্তক্ষেপের ফলে আফগানি নারীরা দাবি করছেন তালেবানরা আফগান নারীদের কাছ থেকে মৌলিক অধিকারগুলো কেড়ে নিচ্ছে।


0 মন্তব্য

মন্তব্য করুন