নিউ ইয়র্কের গভর্নর পদে ব্লেকম্যানকে সমর্থন ট্রাম্পের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১ ২০২৫, ১১:০৩

নিউ ইয়র্কের গভর্নর প্রার্থী ব্রুস ব্লেকম্যান( বাঁ পাশে) ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

নিউ ইয়র্কের গভর্নর প্রার্থী ব্রুস ব্লেকম্যান( বাঁ পাশে) ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

  • 0

আইউইটনেস নিউজ জানায়, শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালের এক পোস্টে ব্লেকম্যানের প্রতি সমর্থন জানান। তিনি ওই পোস্টে বলেন, ‘ব্রুস সবভাবেই একজন মাগা(মেক অ্যামেরিকা গ্রেট এগেইন) সদস্য। তিনি শুরু থেকেই আমার সঙ্গে আছেন।‘

নিউ ইয়র্কে গভর্নর পদে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে নাসাউ কাউন্টির নির্বাহী ও রিপাবলিকান পার্টির সদস্য ব্রুস ব্লেকম্যানকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

আইউইটনেস নিউজ জানায়, শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালের এক পোস্টে ব্লেকম্যানের প্রতি সমর্থন জানান।

তিনি ওই পোস্টে বলেন, ‘ব্রুস সবভাবেই একজন মাগা(মেক অ্যামেরিকা গ্রেট এগেইন) সদস্য। তিনি শুরু থেকেই আমার সঙ্গে আছেন।‘

ট্রাম্পের এ সমর্থন এমন সময় এসেছে যখন ব্লেকম্যান গভর্নর পদে নির্বাচনী প্রচারণা চালাতে পুরোপুরি প্রস্তুত।

এমন সময় প্রেসিডেন্টের সমর্থন নিউ ইয়র্কের গভর্নর ও ডেমোক্র্যাটিক প্রতিনিধি ক্যাথি হোকুলের বিপক্ষে ব্লেকম্যানের শক্ত অবস্থান তৈরি করবে বলে মনে করছেন অনেকে।

একই সঙ্গে প্রাথমিক নির্বাচনে রিপাবলিকান পার্টির অন্য কোনো প্রার্থীর বিপক্ষে লড়তেও সাহায্য করবে ব্লেকম্যানকে।

কয়েক সপ্তাহ আগে একই পদে প্রার্থী ছিলেন রিপাবলিকান পার্টির আরেক প্রতিনিধি এলিস স্টেফানিক।

কয়েকদিন আগে একই দলের সদস্য ব্লেকম্যানের বিপক্ষে লড়াইয়ে অসম্মতি জানিয়ে প্রার্থীতা থেকে অব্যহতি নেন স্টেফানিক।

এর আগে ধারণা করা হচ্ছিল, দুই রিপাবলিকানের মধ্যেই বেশ জোরালো প্রতিদ্বন্দীতা হতে চলেছে।

ওই সময় দুজন প্রার্থীকেই সমান সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প।

এবার নিউ ইয়র্কের গভর্নর দৌড়ে ট্রাম্পের একনিষ্ঠ সমর্থন পেতে যাচ্ছেন ব্লেকম্যান।