টেক্সাসে ভারতীয়কে হত্যার পর কাটা মাথা নিয়ে হাঁটছিলেন কিউবান

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২ ২০২৫, ২২:১০ হালনাগাদ: অক্টোবর ২৯ ২০২৫, ১২:৩৯

ডালাসের মোটেলের এআই চিত্র। ছবি: গ্রোক

ডালাসের মোটেলের এআই চিত্র। ছবি: গ্রোক

  • 0

ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি থেকে নেওয়া একটি ভিডিওতে মার্তিনেসকে কাটা মাথা হাতে ডাম্পস্টার এলাকার দিকে এগোতে দেখা যায়। এমন সময় তাকে আটক করে পুলিশ।

টেক্সাসের ডালাসে ওয়াশিং মেশিন নিয়ে ঝগড়ার জের ধরে এক ভারতীয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন কিউবার এক অভিবাসী।

ডালাসের ডাউনটাউন সুইটস মোটেলে বুধবার এ ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নৃশংসভাবে নিহত চন্দ্রমৌলি নাগমাল্লাইয়া তিন বছর ধরে ওই মোটেলে ম্যানেজার হিসেবে কাজ করছিলেন। একই মোটেলের কর্মী কিউবার নাগরিক ইওরদানিস কোবোজ-মার্তিনেস তাকে হত্যা করেন।

ঘটনার দিন মার্তিনেসকে মোটেলের একটি ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন নাগমাল্লাইয়া। এ নিয়ে বাকবিতণ্ডা চলতে থাকলে একসময় মার্তিনেস উত্তেজিত হয়ে ধারালো ছুরি দিয়ে নাগমাল্লাইয়াকে আঘাত করতে শুরু করেন।

নাগমাল্লাইয়া প্রাণে বাঁচতে মোটেলের মূল অফিসের দিকে দৌড়াতে থাকলে তার স্ত্রী, সন্তানও খবর পেয়ে সেদিকে আসতে থাকেন। পরিবারের সামনেই ছুরি দিয়ে নাগমাল্লাইয়ার গলা কেটে ফেলেন মার্তিনেস।

ক্লোজড সার্কিট টেলিভিশন-সিসিটিভি থেকে নেওয়া একটি ভিডিওতে মার্তিনেসকে কাটা মাথা হাতে ডাম্পস্টার এলাকার দিকে এগোতে দেখা যায়। এমন সময় তাকে আটক করে পুলিশ।

নাগমাল্লাইয়া খুন হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে তিনি বলেন, মার্তিনেসকে আটক করেছে ডালাস পুলিশ। তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তার পরিবারের পাশে আছেন।