দীর্ঘ চার দশকের সফল ক্যারিয়ারে কয়েকশ ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের পাশাপাশি আকশচুম্বী জনপ্রিয়তা। এতকিছুর পরও একটি স্বীকৃতি ছিল অধরা। এবার সেই অপূর্ণতা পূরণের পালা। অবশেষে অস্কারের স্বর্ণমুকুট পেতে যাচ্ছেন হলিউডের অ্যাকশন আইকন টম ক্রুজ।
অস্কার অ্যাকাডেমির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কারের জন্য নির্বাচন করা হয়েছে টম ক্রুজকে। অভিনয়ের প্রতি অবিচল নিষ্ঠা আর জীবন বাজি রেখে সিনেমাকে নতুন উচ্চতায় তুলে ধরার স্বীকৃতি হিসেবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে সম্মানসূচক অস্কারে ভূষিত করতে যাচ্ছে।
এক বিবৃতিতে অস্কার অ্যাকাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং বলেন, ‘এ বছর আমরা চারজন ব্যতিক্রমী শিল্পীকে সম্মানিত করছি, যাদের ক্যারিয়ার এবং প্রতিশ্রুতি আমাদের ফিল্ম কমিউনিটিতে স্থায়ী প্রভাব রেখে চলেছে। অস্কার না জিতেও যে কিংবদন্তি হওয়া যায়, তা টম ক্রুজ অনেক আগেই প্রমাণ করেছেন। এবার সেই কিংবদন্তিকে সম্মান জানাচ্ছে অস্কার নিজেই।’
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় ১৬তম গভর্নর অ্যাওয়ার্ডসে টম ক্রুজের সঙ্গে এ সম্মানজনক পুরস্কার পাচ্ছেন গুণী আরও দুই ব্যক্তিত্ব। তারা হলেন বিশিষ্ট প্রোডাকশন ডিজাইনার উইন থমাস ও কিংবদন্তি কোরিওগ্রাফার ও অভিনেত্রী ডেবি অ্যালেন।
একই আয়োজনে সংগীতশিল্পী ডলি পার্টন পাচ্ছেন জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড। সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
৬২ বছর বয়সী টম ক্রুজ ক্যারিয়ারে অস্কারের জন্য মনোনয়ন পান চারবার। ১৯৯০ সালে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ সিনেমায় ভিয়েতনাম যুদ্ধে আহত এক সৈনিকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম মনোনয়ন পান তিনি।
পরবর্তী সময়ে ‘জেরি ম্যাগুয়ার’, ‘ম্যাগনোলিয়া’ ও ‘টপ গান: ম্যাভেরিক’ চলচ্চিত্রের জন্যও তাকে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু কখনোই এ অভিনেতার হাতে ওঠেনি কাঙ্ক্ষিত অস্কার।
এ বিষয়ে অ্যাকাডেমি জানিয়েছে, নিজেই নিজের স্ট্যান্ট করে এবং থিয়েটারে সিনেপ্রেমীদের সিনেমা দেখার অভিজ্ঞতা ধরে রাখতে লড়াই করেছেন ক্রুজ। কোভিড-পরবর্তী সিনেমা শিল্পকে ঘুরে দাঁড়াতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ।
এসব বিবেচনায় রেখেই এ বছর টম ক্রুজের ‘আজীবন অসাধারণ অবদানের’ স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার দেওয়া হচ্ছে।