সিরিয়াতে আইএসের ঘাঁটিতে ট্রাম্পের প্রতিশোধের হামলা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২০ ২০২৫, ১:২৬

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার আইএস সদস্য, অবকাঠামো ও অস্ত্র সরঞ্জাম ধ্বংসের উদ্দেশ্যে ‘অপারেশন হোকেয়ে স্ট্রাইক’ নামের এ হামলা করা হয়।

সিরিয়ায় অবস্থিত আইএস ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে অ্যামেরিকান সামরিক বাহিনী।

আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার আইএস সদস্য, অবকাঠামো ও অস্ত্র সরঞ্জাম ধ্বংসের উদ্দেশ্যে ‘অপারেশন হোকেয়ে স্ট্রাইক’ নামের এ হামলা করা হয়।

দেশটির পালমিরা অঞ্চলে গত ১৩ ডিসেম্বর আইএস কর্তৃক দুজন সেনা ও একজন দোভাষীসহ তিনজন অ্যামেরিকান নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৩ অ্যামেরিকান।

হামলার পরদিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আইএসের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।

ট্রাম্পের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, এ হামলা প্রেসিডেন্টের প্রতিশোধের প্রতিশ্রুতির প্রতিফলন।

হেহসেথ বলেন, এটা কোনো যুদ্ধের শুরু নয়, ‘এটা প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে অ্যামেরিকা কখনও আমাদের জনগণকে রক্ষা করতে দ্বিধা বোধ করবে না ও পিছপা হবে না।‘

ট্রাম্প প্রশাসন জানায়, শুক্রবারের হামলায় হেলিকপ্টার, যুদ্ধ বিমান, কামান ব্যবহার করে আইএসের একাধিক অবকাঠামো, ঘাঁটিতে হামলা করা হয়।

সিরিয়াতে আইএস দমনের উদ্দেশ্যে প্রায় এক হাজার অ্যামেরিকান সেনা সদস্য অবস্থান করছেন।

তাদের নিরাপত্তা রক্ষার স্বার্থেও এ হামলা একটি সতর্কমূলক বার্তা।