অদ্ভুত এক কারণে সামাজিক মাধ্যমে ভাইরাল হলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বাগদত্তা ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সৌদি ইনফ্লুয়েন্সারের একটি সংক্ষিপ্ত মুখোমুখি সাক্ষাৎ নিয়েই তোলপাড় তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে।
ঘটনার শুরু ওই ইনফ্লুয়েন্সার এক অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি জর্জিনা তার ওপর ‘বদ নজর’ দিয়েছে।
গালফ নিউজ জানায়, ঘটনাটি ঘটেছে রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত একটি ইভেন্টে। যেখানে জর্জিনা ‘সেন্স’ নামে একটি পারফিউমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন। এই পারফিউমটি তিনি সৌদি ব্র্যান্ড ল্যাভার্ন এর সহযোগিতায় তৈরি করেছেন।
ইভেন্টে উপস্থিত ছিলেন সৌদি বিউটি ইনফ্লুয়েন্সার আল আনুদ আল ইউসুফ। তিনি অনুষ্ঠান চলাকালে জর্জিনার সঙ্গে একটি প্রোমোশনাল মুহূর্তের জন্য সাক্ষাৎ করেন। সেই সংক্ষিপ্ত সাক্ষাৎই এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায়।
সৌদি ইনফ্লুয়েন্সার আল আনুদ আল ইউসুফ জানিয়েছেন, ঘটনাটি একেবারেই অপ্রত্যাশিত মোড় নেয় যখন জর্জিনা পারফিউম প্রদর্শন করতে গিয়ে দুর্ঘটনাক্রমে তার চোখে ছিটিয়ে দেন। ভিডিওতে দেখা যায়, আল ইউসুফ কেঁপে উঠছেন এবং তার চোখে পানি চলে আসছে।
মুহূর্তেই এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক ব্যবহারকারী এটাকে “বদ নজর” হিসেবে দেখছেন। তাদের মতে, সমস্যার কারণ পারফিউম নয়, জর্জিনার ঈর্ষা!
একটি পোস্টে আল ইউসুফ লিখেছেন, ‘মনে হচ্ছে বলতে হবে তাকে ‘মাশাল্লাহ’ বলার জন্য। পুরো ইভেন্ট জুড়ে সে আমার চোখের দিকে তাকিয়ে ছিল।’
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘জর্জিনা তোমার ওপর বদ নজর দিয়েছে। ছিটানোর আগে সে সরাসরি তোমার চোখের দিকে তাকাচ্ছিল।‘
এই মন্তব্য এবং ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বদ নজর নিয়ে মজা ও আলোচনা।