বাংলাদেশে দুর্নীতি
যুক্তরাজ্যের এমপি টিউলিপের দুই বছরের জেল

টিবিএন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১ ২০২৫, ১৩:০১ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২০:২৮

হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিক। ছবি: দ্য গার্ডিয়ান

হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার এমপি টিউলিপ সিদ্দিক। ছবি: দ্য গার্ডিয়ান

  • 0

সিদ্দিক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, প্রসিকিউটররা যে প্রমাণ উপস্থাপন করছেন তার বেশিরভাগই জাল।

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাসের কারাভোগ করতে হবে।

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দল লেবার পার্টির সংসদ সদস্য। সমালোচনার মুখে গত জানুয়ারিতে দেশটির সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন টিউলিপ। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।

হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার এমপি সিদ্দিককে ব্রিটিশ রাজনীতিবিদ হিসেবে তার ‘বিশেষ প্রভাব’ অপব্যবহার করে হাসিনাকে তার মা, ভাই এবং বোনকে মূল্যবান জমি দেওয়ার জন্য বাধ্য করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কোন প্রত্যর্পণ চুক্তি নেই এবং সিদ্দিকের সাজা ভোগ করার সম্ভাবনা কম।

লেবার পার্টি বলেছে যে তারা সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির রায়কে স্বীকৃতি দেয়নি কারণ তাকে মামলায় ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।

সিদ্দিক অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, প্রসিকিউটররা যে প্রমাণ উপস্থাপন করছেন তার বেশিরভাগই জাল। তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হলেও শৈশব থেকেই তার কাছে বাংলাদেশি পাসপোর্ট ছিল না এবং তিনি কখনও সেখানে কর দেননি।

বিচার চলাকালীন, প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান অভিযোগ করেন যে সিদ্দিক হাসিনার অফিসের শীর্ষ সহযোগীদের ফোন করেছিলেন এবং বার্তা পাঠিয়েছিলেন। এছাড়া রাজধানী ঢাকায় তার পরিবারের সদস্যদের জন্য প্লট নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে ঢাকায় এসেছিলেন।

রায় ঘোষণার পর, সিদ্দিক গার্ডিয়ানকে বলেন, এই পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ এবং প্রহসনমূলক ছিল।

তিনি আরও বলেন, ‘এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যতটা অনুমানযোগ্য, ঠিক ততটাই অযৌক্তিক। আমি আশা করি এই তথাকথিত 'রায়'কে তার অবমাননা হিসেবে বিবেচনা করা হবে।'

সিদ্দিক আরও বলেন, ‘আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর ছিল এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে বিভ্রান্ত হতে রাজি নই।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন।

দুদকের করা এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।