কুইন্সের পাইনভিল লেনের একটি বাড়িতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানায়, ওই বাড়ির ভেতর একজনকে গুলি করা হয়েছে বলে ৯১১ এ কল আসে। পুলিশ সেখানে গিয়ে দুই জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। দুজনকেই কয়েবার গুলি করা হয়েছে।
তাদের জ্যামাইকা হসপিটার মেডিক্যাল সেন্টারে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তিনি হলেন ২৫ বছরের শেভোউন মাইলিনস। আহত ২০ বছর বয়সী নারী হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারী পলাতক। ঘটনার তদন্ত চলছে।
নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন একই রাতে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
ড্রিউ স্ট্রিটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলির অভিযোগে ঘটনাস্থলে গিয়ে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের ব্রুকডেল হাসপাতালে নিলে একজনের মৃত্যু হয়।
তবে ঘটনার বিস্তারিত তথ্য পুলিশ প্রকাশ করেনি।
এদিকে ম্যানহাটনে শনিবার রাতে তর্কাতর্কির জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, অ্যালফাবেট সিটির ইস্ট টেন্থ স্ট্রিটের একটি ভবনের বাইরে রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অফিসাররা।
এর মধ্যে গুরুতর আহত ৩১ বছর বয়সী মিশেল গিলেগবওয়ারকে মাউন্ট সিনাই বেথ ইসরায়েল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত ২৮ বছর বয়সী ব্যক্তিকে পুলিশ হেফাজতে এনওয়াইএস হেলথ অ্যান্ড হসপিটালস-এ ভর্তি করা হয়।
পুলিশ বলছে, দুজনের হাতেই ছুরি ছিল। কোনো বিষয়ে তর্কের জের ধরে তারা একে অপরকে হামলা করেন।