ফার্স্ট রিপাবলিকান ব্যাংকের নতুন মালিক যেপিমরগ্যান চেয

টিবিএন ডেস্ক

মে ১ ২০২৩, ১৮:১১

ছবি: ডেইলি সান

ছবি: ডেইলি সান

  • 0

অ্যামেরিকার ফার্স্ট রিপাবলিকান ব্যাংকের নিয়ন্ত্রণে নেয়ার পর সেটি যেপিমরগ্যান চেযের কাছে বিক্রি করেছে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

ব্যাংকটির বেশির ভাগ গ্রাহক গত মাসে প্রায় ১০০ বিলিয়ন ডলার তুলে নিলে এর কার্যক্রম বন্ধের উপক্রম হয়। ক্যালিফোর্নিয়ার একটি এযেন্সি জানিয়েছে, ব্যাংকের সব সম্পত্তি নিলামে তোলা হলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে এটি কিনে নেয় যেপিমরগ্যান চেয ব্যাংক। 

এর আগে ক্যালিফোর্নিয়া স্টেইটের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন (ডিএফপিআই) জানিয়েছিল, তারা স্যান ফ্রান্সিসকোভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনকে (এফডিআইসি) রিসিভার নিযুক্ত করা হয়েছে।

ব্যাংকটি নিলামে তোলার পর যেপিমরগ্যান চেযসহ সিটিযেন ফিন্যান্সিয়াল গ্রুপ ইনকরপোরেশন, পিএনজি ফিন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ দরপত্র জমা দেয়। ইউএস ব্যাংকিং করপোরেশনকেও দরপত্র জমা দেয়ার আহ্বান জানিয়েছিল এফডিআইসি।

ডিএফপিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ন্ত্রণে আনার পর এফডিআইসির পক্ষ থেকে যেপিমরগ্যান চেয ব্যাংকের দরপত্র গ্রহণ করেছে। এর ফলে ফার্স্ট রিপাবলিকান ব্যাংকের বীমাকৃত, বীমাহীনসহ সমস্ত আমানত ও সম্পত্তি কেনা যাবে। 

এফডিআইসি বলেছে, তারা অনুমান করছে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স তহবিলে প্রায় ১৩ বিলিয়ন ডলার খরচ হবে।

আর্থিক সংকটে পরার পর গত মাসে দেশের ১১টি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট রিপাবলিকান ব্যাংকে অন্তত ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করে।

রয়টার্স জানায়, এফডিআইসি, ট্রেজারি ডিপার্টমেন্ট এবং ফেডারেল রিজার্ভের ফেডারেল কর্মকর্তারা শুক্রবার ফার্স্ট রিপাবলিক ব্যাংকের জন্য একটি বেলআউট পরিকল্পনা খুঁজে পাওয়ার আশায় অন্য ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেন। তবে সেখানে সংকট সমাধানের কোনো পথ খুঁজে পাওয়া যায়নি।

সপ্তাহের শেষ দিন শুক্রবার লেনদেনের বর্ধিত সময়ে ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম ৪৩ শতাংশ কমে যায়। এর মাধ্যমে গত এক সপ্তাহেই ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর কমেছে ৭৫ শতাংশ, যার অর্ধেকেরও বেশি কমে যায় শুক্রবার। ফলে ফার্স্ট রিপাবলিকের শেয়ারদর রেকর্ড পরিমাণে কমে দাঁড়ায় ২ দশমিক ৯৯ ডলার।

২০২১ সালের নভেম্বরে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের বাজার মূলধন ছিল ৪০ বিলিয়ন ডলার। টালমাটাল সময়ের মধ্যে একসময় তা প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারে নেমে আসে।

সিবিএস নিউজ সম্প্রচারিত ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রোববার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কন বলেছিলেন, ‘এফডিআইসি আংশিকভাবে নয়, বরং ফার্স্ট রিপাবলিকান ব্যাংকটিকে পুরোপুরি বিক্রি করতে পছন্দ করবে।‘

এর আগে সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক গত মাসে সরকারি নিয়ন্ত্রণে চলে যায়। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের মতোই সিলিকন ভ্যালি ব্যাংকেরও কিছু অংশ বীমাবিহীন থাকায় উভয় ব্যাংকের স্কটিশ গ্রাহকেরা তাদের জামানত তুলে নিয়েছিলেন। 


0 মন্তব্য

মন্তব্য করুন