পোকেমন গো’র নির্মাতা প্রতিষ্ঠানে শুরু হচ্ছে কর্মী ছাঁটাই

টিবিএন ডেস্ক

জুন ৩০ ২০২৩, ১৯:৪৪

পোকেমন গো ভিডিও গেমের নির্মাতা প্রতিষ্ঠান এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করছে। ফাইল ছবি

পোকেমন গো ভিডিও গেমের নির্মাতা প্রতিষ্ঠান এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করছে। ফাইল ছবি

  • 0

পোকেমন গো ভিডিও গেমের নির্মাতা কোম্পানি নিয়ান্টিক ইনকরপোরেটেড জানিয়েছে, করোনা মহামারির পরবর্তী সময়ে গেমিং শিল্পে চাহিদা কমে যাওয়ায় তারা নিজেদের এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করবে।

কোম্পানিটি লস অ্যাঞ্জেলেসের স্টুডিও-ও বন্ধ এবং দুটি গেম বাতিল করবে।

অ্যামেরিকাভিত্তিক নিয়ান্টিকের প্রধান নির্বাহী জন হ্যাঙ্ক এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের ব্যয়কে রাজস্বের চেয়ে দ্রুত বাড়তে দিয়েছি।’

পোকেমন গো ২০১৬ সালে মুক্তি পাওয়ার পরে এটি বিশ্বব্যাপী আলোচনা ও আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়।

সে সময় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল জানিয়েছিল, অগমেন্টেড রিয়েলিটি (এআর) গেমটি এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোডে অ্যাপ স্টোরের রেকর্ড ভেঙেছিল।

হ্যাঙ্ক বলেন, ‘শীর্ষ অগ্রাধিকার হলো পোকেমন গো-কে পরিচ্ছন্ন রাখা এবং চিরদিনের জন্য একটি গেম হিসেবে এগিয়ে নেয়া।’

এই ছাঁটাইয়ের ফলে নিয়ান্টিকের গেম প্ল্যাটটফর্ম টিমসহ মোট ২৩০ জন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন।

কোম্পানিটি এর এনবিএ অল-ওয়ার্ল্ড গেমটিও বাতিল করবে, যা জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল এবং এর মার্ভেল ওয়ার্ল্ড অব হিরোস শিরোনামের গেমের বাজারজাত বন্ধ করবে।


0 মন্তব্য

মন্তব্য করুন