ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে মঙ্গলবার সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের ওপর জুলুম করা হয়েছে বলে অভিযোগ করেছেন সহসভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
নির্বাচন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে কারচুপির অভিযোগ করে ছাত্রদল সমর্থিত প্যানেলের এ ভিপি পদপ্রার্থী বলেন, ‘দুপুর থেকে আমরা শুনতে পেলাম, রোকেয়া হলে এবং অমর একুশে হলে কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। যে ব্যালট পেপার দিয়েছে, সেখানে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া আছে শিবিরের ভিপি, জিএসের জায়গায়। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে অমর একুশে হলে।
‘তার মানে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটা, এটা কোনোভাবেই অপরিকল্পিত ঘটনা নয় এবং বিভিন্ন স্টুডেন্টরাও কিন্তু বলতেছে যে, ভোট কারচুপি হচ্ছে। ইতিমধ্যেই পোস্ট পেয়েছেন কি না, আমি জানি না আপনারা। মেয়েরাও বেরিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ ভিডিও কিন্তু আপনারা দেখেছেন।’
নিজের শঙ্কার কথা জানিয়ে আবিদ বলেন, ‘সব মিলিয়ে আমরা আশঙ্কা করছি, যে নির্বাচন এবং যে গণতান্ত্রিক পরিবেশ উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছিলাম, সেটা শুরুতেই হোঁচট খেয়েছে।
‘তা ছাড়া এই রোকেয়া হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি এই নির্বাচনের দায়িত্বে আছেন, মোস্ট প্রবেবলি মোনামী ম্যাডাম, উনি আমাদের প্যানেলের যে লিস্ট, প্যানেলের লিস্টে আপনার হচ্ছে যে, ব্যালট নম্বর থাকে। অল্প সময়ে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপারগুলো স্টুডেন্টদের হাতে দিয়ে দিতে হয়। এটা ১৯ সালের ডাকসু নির্বাচনে আমি দেখেছি। তেমন কোনো ঝামেলা হয়নি, কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে সকাল থেকে আমাদের ওপর জুলুম চালিয়েছে যে, এগুলা আমরা দিতে পারব না।’