নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের নিচের অংশে শনিবার রাতে মেক্সিকোর জাহাজ আঘাত হানার পর সাময়িকভাবে বন্ধ ছিল নৌযান চলাচল, তবে সেতুর নিচ দিয়ে পণ্যবাহী জাহাজ ও স্পিডবোটগুলো আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে।
এমন পরিস্থিতিতে পর্যটকরাও ভিড় করছেন নদীর পাড়গুলোতে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তারা।
পর্যটকদের আশা, তাদের জন্য নিউ ইয়র্ক সিটিকে আরও নিরাপদ রাখবে কর্তৃপক্ষ।
স্থানীয় ও পর্যটকদের মধ্যে আতঙ্ক
ব্রুকলিন ব্রিজের নিচে মেক্সিকো নৌবাহিনীর পর্যটকবাহী জাহাজ আঘাত হানার ঘটনায় দুজন নিহত ও ১৯ জন আহত হওয়ায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। বিশেষ করে এ সিটিতে বেড়াতে আসা পর্যটকদের মধ্যে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন।
স্ট্যাচু অব লিবার্টিসহ নিউ ইয়র্কের ম্যানহাটন, ব্রঙ্কস, স্ট্যাটেন আইল্যান্ড, নিউ জার্সি ও ব্রুকলিনের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা জাহাজে চড়েন। এ ছাড়া শতবর্ষী সেতুটিতে হেঁটে বেড়ানোও পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকে।
নিউ ইয়র্ক স্টেইট টুরিজমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৩০৬ মিলিয়নের বেশি পর্যটক নিউ ইয়র্ক স্টেইটে বেড়াতে আসেন।
ত্বরিত ব্যবস্থায় সন্তোষ
কলাম্বিয়া থেকে বেড়াতে আসা দুই পর্যটকের সঙ্গে কথা বলে টিবিএন২৪ নিউজ নেটওয়ার্ক। তাদের কাছে জানতে চাওয়া হয় শনিবারের ব্রুকলিন ব্রিজে দুর্ঘটনার কথা।
তারা জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তারা শঙ্কিত ছিলেন, তবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।
এদিকে দুর্ঘটনায় আহত দুই নাবিকের অবস্থা এখনও আশঙ্কাজনক। যে দুজন নিহত হয়েছেন, মেক্সিকোতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ।