বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে শনিবার সন্ধ্যায় আটকের দাবি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়,পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় অবৈধভাবে প্রবেশের সময় ওই কর্মকর্তাকে আটক করা হয়।
সংবাদমাধ্যমটি জানায়, হাকিমপুর সীমান্ত চৌকির কাছে সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে বাংলাদেশিকে আটক করা হয়। তদন্ত অব্যাহত থাকায় তার বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের কর্মকর্তারা বার্তা সংস্থা এএনআইকে জানান, নিয়মিত পাহারার সময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশি কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে তল্লাশি করে পরিচয় সংক্রান্ত কিছু নথিপত্র পায় বিএসএফ। এর ভিত্তিতে বাহিনীটি বাংলাদেশিকে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে শনাক্ত করে।
আটকের পর পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য বাংলাদেশ পুলিশের কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশে হস্তান্তর করা হয়েছে।
কর্মকর্তারা জানান, ভারতীয় মাটিতে অনুপ্রবেশের সময় বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তা আটকের ঘটনা বিরলতম।
ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত আছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ সীমান্তগুলোর একটি। শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত দুই হাজার ২১৭ কিলোমিটার দীর্ঘ।