নিউ ইয়র্ক সিটিতে কয়েক ঘণ্টার ব্যবধানে ১০ জন গুলিবিদ্ধ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২ ২০২৫, ০:২৮

নিউ ইয়র্ক সিটিতে গত সপ্তাহান্তে বন্দুক হামলার একটি ঘটনায় সাড়া দেওয়া পুলিশ কর্মকর্তারা। ছবি: আইউইটনেস নিউজ

নিউ ইয়র্ক সিটিতে গত সপ্তাহান্তে বন্দুক হামলার একটি ঘটনায় সাড়া দেওয়া পুলিশ কর্মকর্তারা। ছবি: আইউইটনেস নিউজ

  • 0

নগরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়টি আলাদা ঘটনায় গুলিবিদ্ধ হন ১০ জন।

গত সপ্তাহান্তে উদ্বেগজনক বন্দুক সহিংসতার শিকার হয়েছে নিউ ইয়র্ক সিটি।

নগরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়টি আলাদা ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন।

আইউইটনেস নিউজ সোমবার জানায়, বন্দুক হামলার ঘটনাগুলো পরস্পর বিচ্ছিন্ন বলে জানিয়েছে পুলিশ। এর সবগুলো ঘটে শনিবার রাত থেকে রবিবার ভোর নাগাদ।

দুজন নিহত ও গ্রেপ্তার

সিটির সাইপ্রেস হিল ও সানসেট পার্ক এলাকায় গুলিতে দুজন নিহত হয়েছেন। প্রথম এলাকায় ঘটনাটি ঘটে রবিবার রাত আড়াইটায়। এ ঘটনায় ভুক্তভোগী ২৩ বছরের এক তরুণ।

সানসেট পার্কে শনিবার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪৫ বছরের এক ব্যক্তি।

পুলিশ জানায়, সানসেট পার্কে বন্দুক হামলায় জড়িত সন্দেহে রাতেই ফ্লোরিডা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ব্রঙ্কসে তিনজন গুলিবিদ্ধ

ব্রঙ্কসের ইস্ট ট্রেমন্ট সেকশনে তিনজন গুলিবিদ্ধ হন রবিবার রাত একটার দিকে। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষ আহত হন।

অন্য ঘটনাগুলো

উল্লিখিত ঘটনার বাইরে ফার রকঅ্যাওয়ের বোর্ডওয়াকে এক নারী গুলিবিদ্ধ হন। বুশউইকে গুলিতে আহত হন এক পুরুষ ও এক নারী। এ ছাড়া ইস্ট ফ্ল্যাটবুশ এলাকায় গুলিবিদ্ধ হন দুই পুরুষ।

টাইমস স্কয়ারে শুক্রবারের নাটকীয় রাতের পর শনি থেকে রবিবার সময়ে বন্দুক হামলা দেখেন নিউ ইয়র্কবাসী। ওই দিন অভিযুক্ত গ্যাং সদস্যদের মধ্যে ঝগড়া বন্দুক হামলায় রূপ নেয়। ওই ঘটনায় তিনজন আহত হন। আহত দুজন ছিলেন নিরীহ পথচারী।

টাইমস স্কয়ারের ঘটনায় ১৭ বছরের হামলাকারীকে আটক রাখার নির্দেশ দেন বিচারক। জামিন পেতে হলে তাকে দুই লাখ ডলার মুচলেকা দিতে হবে।

ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যার মাত্র কয়েক দিন আগে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বন্দুক হামলা ও হত্যা ২০ শতাংশের বেশি কমার দাবি করেন।

নিউ ইয়র্ক সিটিতে বছরের প্রথম সাত মাসের মধ্যে সর্বনিম্ন বন্দুক হামলা ও ভুক্তভোগী ছিল জুলাইয়ে।

পুলিশ জানায়, গত সপ্তাহান্তে বন্দুক হামলার সংখ্যা আগের বছরের একই সপ্তাহান্তে হামলার তুলনায় একটি কম।