
এবার ডিডির ছেলের বিরুদ্ধেও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ২৮ ২০২৫, ৮:০৫ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ৬:২০
.jpg)
ছেলে জাস্টিনের সাথে র্যাপার ডিডি। ছবি: এনবিসি নিউজ
- 0
বাবা-ছেলের পাশাপাশি ডিডির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধর, তত্ত্বাবধানে অবহেলার জন্য মামলা করা হচ্ছে।
নতুন নতুন বিতর্ক ও মামলা যেন র্যাপার শন ডিডি কম্বসের জন্য এখন নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার এই র্যাপারের সাথে গণধর্ষণের অভিযোগ উঠেছে ডিডির ৩১ বছর বয়সী ছেলে জাস্টিনের বিরুদ্ধেও।
এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে দাখিল করা এক মামলার নথি প্রকাশ করেছে এনবিসি নিউজ। নতুন এই মামলায় বলা হয়েছে, ২০১৭ সালে জেন ডো নামে পরিচিত এক নারীকে গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে বাপ-ছেলের বিরুদ্ধে। পাশাপাশি ডিডির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধর, তত্ত্বাবধানে অবহেলার জন্য মামলা করা হচ্ছে।
মামলায় বলা হয়েছে, বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী জেন ডো এ বিষয়ে সহায়তার জন্য স্ন্যাপচ্যাটে জাস্টিনকে মেসেজ পাঠাতে শুরু করেন। আলোচনার এক পর্যায়ে তিনি জাস্টিনের সাথে নিজের কিছু খোলামেলা ছবি শেয়ার করেন।
ওই নারী দাবি করেন এরপরেই জাস্টিন তাকে টিভিতে কাজ পাওয়ার প্রলোভন দেখিয়ে নিউ অরলিন্স থেকে লস অ্যাঞ্জেলেসে নিয়ে যান। তবে কাজ এর পরিবর্তে তাকে এক সপ্তাহ সেখানে বন্দি করে রাখা হয়।
জেন ডো জানান তাকে যে বাড়িতে বন্দি করে রাখা হয় সেখানে মুখোশধারী তিনজন পুরুষ ছিল। যাদের মধ্যে একজনকে তিনি ডিডি হিসেবে শনাক্ত করেন এবং দুজনকে তিনি চিনতে পারেননি বলে জানান। এছাড়া ওই বাড়িতে নিয়ে আসার আগে তাকে মাদক ও অ্যালকোহল সেবন করানো হয়েছিল বলে অভিযোগ করেন ডো।
মামলার বিবরণ অনুযায়ী,ডোকে তারপর একটি শোবার ঘরে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে ধর্ষণে বাধা দিতে নিষেধ করা হয়। পরের দিন, ডিডি, জাস্টিন এবং অন্য দুই ব্যক্তি তাকে মাতাল এবং অচেতন অবস্থায় পালাক্রমে ধর্ষণ করে।
কম্বসের কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও হামলার অভিযোগ আনার পাশাপাশি, অভিযোগে বলা হয়েছে যে কম্বসের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জেনেশুনে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে সহায়তা করেছে এবং ধর্ষণ বন্ধে কোন পদক্ষেপ নেয়নি।
ডো জুরি ঘটনার ফলে তীব্র মানসিক যন্ত্রণা, শারীরিক আঘাত এবং উদ্বেগের সম্মুখীন হয়েছেন দাবি করে জুরি সদস্যদের কাছে তার ভবিষ্যৎ ও হারানো সম্মানের ক্ষতিপূরণ দাবি করেন।
তবে কম্বসের আইনজীবীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যত মামলাই দায়ের করা হোক না কেন এই সত্যটি পরিবর্তন হবে না। কম্বস কখনও কোন প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষকে যৌন নির্যাতন করেননি।