নেতানিয়াহুকে কি গ্রেপ্তার করতে পারবেন মামদানি?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯ ২০২৫, ২২:২০ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২২:৩৬

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

নিউ ইয়র্ক সিটির মেয়র পদে জয়ী জোরান মামদানি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স

  • 0

সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে থাকা জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর আবারো এ প্রসঙ্গ উঠে এসেছে।

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও উপত্যকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে হতাহতের।

অবরুদ্ধ উপত্যকাটিতে গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্টের বিরুদ্ধে আরও এক বছর আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।

সম্প্রতি বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে থাকা জোরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর আবারো এ প্রসঙ্গ উঠে এসেছে।

মামদানি কি পারবেন পরোয়ানায় থাকা নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে?

নির্বাচনি প্রচারে কী বলেছিলেন তরুণ এ রাজনীতিক

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারকালে জোরান মামদানি বলেছিলেন, যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন, তখন তিনি নিউ ইয়র্ক পুলিশকে নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে বলবেন। পরবর্তী সময়ে এক টেলিভিশন অনুষ্ঠানেও তিনি এ নিয়ে কথা বলেছিলেন।

সাংবাদিকের প্রশ্নের উত্তরে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে আইনের ভেতর থেকে তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করবেন।

ফক্স নিউজের এক অনুষ্ঠানে শনিবার উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল মামদানির এই বক্তব্যের প্রতিক্রিয়া।

জবাবে ড্যানন জানান, এটি একটি হাস্যকর বক্তব্য।

তার ভাষ্য, অ্যামেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির সদস্য নয় এবং কোনো মেয়র আন্তর্জাতিক নেতাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখেন না।

মামদানির জয়ে নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত ইহুদিদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

তিনি বলেন, নিউ ইয়র্কের মেয়র পদে জয়ী মামদানি একসময় ইসরায়েল বিরোধী ছিলেন বলে সিটির ইহুদিরা উদ্বিগ্ন।

ওই সময় মেয়র সবার নিরাপত্তা নিশ্চিত করবেন বলেও আশা করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত।

নেতানিয়াহুর গ্রেপ্তার প্রসঙ্গে আইন কী বলে?

অ্যামেরিকার ফেডারেল আইনে বিদেশের কোনো নেতা বা বর্তমান প্রধানমন্ত্রী কোনোভাবেই গ্রেপ্তারযোগ্য নন। এ আইনকে অ্যামেরিকার ভাষায় সোভারিন ইমিউনিটি আইন বলা হয়। এর অধীনে সাংবিধানিক এবং আন্তর্জাতিক নীতির কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রীয় বা সরকারি সফরে অ্যামেরিকায় থাকেন, তাকে সাধারণ আদালত বা পুলিশ গ্রেপ্তার করতে পারবে না।

অ্যামেরিকার আদালতে কোনো মামলায় কি গ্রেপ্তার সম্ভব?

ব্যক্তিগত অভিযোগ বা আদালতের মামলা থাকলেও ক্ষমতাসীন কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের ওপর এ আইন কার্যকর হয় না। ফলে নেতানিয়াহুর ওপরও অকার্যকর হবে দেশের আইন।

আইসিসির মামলার ভবিষ্যৎ কী?

আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ বা আন্তর্জাতিক অপরাধ আদালতে কোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা প্রমাণ হলে এ আদালতগুলো যেকোনো রাষ্ট্রনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি সমন জারি করতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে আইসিসির সদস্যভুক্ত দেশ হতে হবে।

জাতিসংঘ যদি এমন কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে।

নেতানিয়াহু যদি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর নির্বাচিত না হন, তবে আইসিসির সদস্যভুক্ত দেশগুলো তাকে সেসব দেশ সফরে গ্রেপ্তার করতে পারে।